Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৮। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) কাকে বলে? ইহার বিভিন্ন অংশগুলো আলোচনা কর।

প্রশ্ন- ১৮। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) কাকে বলে? ইহার বিভিন্ন অংশগুলো আলোচনা কর।

উত্তরঃ

গ্রামের অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং সন্দেহজনক দুর্বৃত্তদের তথ্য ও অপরাধ সম্পর্কে থানায় যে রেজিষ্টারে লিপিবদ্ধ থাকে তাকে ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) বলে। পুলিশ আইনের ১২ ধারা ও পিআরবি বিধি ৩৯১ মতে ইহা লিখিত ও সংরক্ষিত থাকে। ইহা রাষ্ট্র সম্পর্কিত একটি গোপনীয় অপ্রকাশিত সরকারী রেকর্ড। 
    ভিলেজ ক্রাইম নোটবুক কে নিম্নলিখিত ৫টি অংশে বিভক্ত করা হয়েছে। যথাঃ- 
১ম অংশঃ অপরাধীর রেজিষ্টারঃ এই অংশে গ্রাম এলাকায় সংঘটিত অপরাধীদের অপরাধমূলক ঘটনাবলী লিপিবদ্ধ থাকে। পিআরবি বিধি ৩৯৩। 
২য় অংশ:- দন্ড রেজিষ্টারঃ এ অংশে গ্রাম এলাকার দন্ড প্রাপ্ত ব্যক্তিদের বিস্তারিত বিবরণ লেখা হয়। পিআরবি বিধি ৩৯৪। 
৩য় অংশঃ গ্রামীণ ইতিহাসঃ গ্রাম এলাকায় কোন সময় বিশেষ কোন অপরাধ ব্যাপকভাবে দেখা দিয়েছিল কিনা সে সম্পর্কে তথ্য এ অংশে লিপিবদ্ধ করা হয়। পিআরবি বিধি ৪০০। 
৪র্থ অংশঃ গ্রামে বসবাসকারী লোকদের মধ্যে যারা পেশাদার অপরাধের সাথে জড়িত বলে ধারনা করা হয় তাদের তালিকা এই অংশে লিপিবদ্ধ করা হয়। পিআরবি বিধি ৪০৪। 
৫ম অংশঃ ১ম ও ২য় অংশে উল্লেখিত সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নাম এবং বিভিন্ন ঘটনায় বা মামলায় সন্দেহযুক্ত কিন্তু দন্ডপ্রাপ্ত হয়নি এমন ব্যক্তিদের নাম এই অংশে লিপিবদ্ধ করা হয়। পিআরবি বিধি ৪০৫।

              প্রশ্ন- ১৮। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) কাকে বলে? ইহার বিভিন্ন অংশগুলো আলোচনা কর।
              প্রশ্ন- ১৮। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) কাকে বলে? ইহার বিভিন্ন অংশগুলো আলোচনা কর।

প্রশ্ন- ১৮। ভিলেজ ক্রাইম নোটবুক (ভিসিএনবি) কাকে বলে? ইহার বিভিন্ন অংশগুলো আলোচনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post