Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৭। পুলিশ পেট্রোল বা টহল ডিউটি কাকে বলে ? পুলিশ পেট্রোল বা পুলিশ টহল ডিউটি কত প্রকার ও কি কি, বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১৭। পুলিশ পেট্রোল বা টহল ডিউটি কাকে বলে ? পুলিশ পেট্রোল বা পুলিশ টহল ডিউটি কত প্রকার ও কি কি, বিস্তারিত লিখ।

উত্তরঃ 
পুলিশ পেট্রোল বা টহল ডিউটিঃ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে থানা এলাকায় পুলিশ কর্তৃক যে টহল বা নজরদারী ডিউটি সম্পাদন করা হয় বা পাহারা দেয়া হয় তাকে পুলিশ পেট্রোল ডিউটি বলে। পিআরবি বিধি ৩৫৬, পুলিশ আইনের ২৩ ধারা। সাধারণত নিম্নোক্ত  আটটি পদ্ধতিতে পুলিশ পেট্রোল সম্পাদন করা হয়। যথা- ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, বোট পেট্রোল, ফিক্সড পেট্রোল, ব্লক পেট্রোল, এ্যাম্বুস পেট্রোল, ক্লক ওয়াইজ ও এন্টি ক্লক ওয়াইজ পেট্রোল। 
    পেট্রোল ডিউটি পুলিশ অফিসারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিউটি। পিআরবি বিধি ৩৫৬ মতে পুলিশ পেট্রোল ডিউটিকে সাধারণ ৮ ভাগে ভাগ করা যায়। নিম্নেএ গুলোর বর্ণনা করা হলোঃ- 
১। ফুট পেট্রোলঃ পায়ে হেঁটে নির্ধারিত স্থানে পাহারা দেয়াকে ফুট পেট্রোল বলে। 
২। মোবাইল পেট্রোলঃ গাড়ীতে চড়ে নির্দিষ্ট এলাকা পাহারা দেয়াকে মোবাইল পেট্রোল বলে। 
৩। বোট পেট্রোলঃ নেক্সকা, লঞ্চ বা স্পীড বোটে চড়ে নদী বা হাওরে পাহারা দেয়াকে বোট পেট্রোল বলে।
৪। ফিক্সড পেট্রোলঃ রাস্তার সংযোগস্থলে, হাটে, বাজারে, রেলস্টেশন ইত্যাদি স্থানে দাঁড়িয়ে পাহারা দেয়াকে ফিক্সড পেট্রোল বলে। 
৫। ব্লক পেট্রোলঃ কোন নির্দিষ্ট স্থান ঘেরাও করে ঐ স্থানের জনগণের গতিবিধি লক্ষ্য করাকে ব্লক পেট্রোল বলে। 
৬। এ্যাম্বুস পেট্রোলঃ কোন নির্দিষ্ট এলাকায় গোপনভাবে চুপচাপ বসে থেকে পথিকের গতিবিধি লক্ষ্য করাকে এ্যাম্বুস পেট্রোল বলে। 
৭। ক্লক ওয়াইজ ও এন্টি ক্লক ওয়াইজ পেট্রোলঃ ঘড়ির কাটা যেভাবে ঘোরে ঐভাবে যথা “ক” সেন্টার হতে এক পার্টি পেট্রোল করতে করতে কোন নির্দিষ্ট স্থানে পেক্সছবে এবং ঐ পার্টি পথিমধ্যে সন্দেহজনক ব্যক্তি পেলে চ্যালেঞ্জ করবে ও প্রয়োজনে গ্রেফতার করবে। অন্য কোন পার্টি ঐ “ক” স্থান হতে বিপরীত দিকে চলে প্রথম পার্টির সহিত মিলিত হবে এবং পথের মধ্যে সন্দেহজনক ব্যক্তি পেলে চ্যালেঞ্জ করবে ও প্রয়োজনে গ্রেফতার করবে। দুইটি পার্টির এ ধরনের পেট্রোলকে ক্লক ওয়াইজ ও এন্টি ক্লক ওয়াইজ পেট্রোল বলে। 
৮। ডিক্স পেট্রোলঃ এক পার্টি চিহ্নিত লোহার বা পিতলের চাকতি ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশমতে নির্দিষ্ট পোষ্টে বা স্থানে নির্দিষ্ট সময়ে লাগিয়ে যেতে হয় এবং নির্দিষ্ট সময়ের ভিতর অন্য টহল পার্টি উহা তুলে আনে। ইহা অত্যন্ত গোপনভাবে দুর্বৃত্তদের অগোচরে লাগানো হয়। পিআরবি বিধি ৩৫৬।

              প্রশ্ন- ১৭। পুলিশ পেট্রোল বা টহল ডিউটি কাকে বলে ? পুলিশ পেট্রোল বা পুলিশ টহল ডিউটি কত প্রকার ও কি কি, বিস্তারিত লিখ।

প্রশ্ন- ১৭। পুলিশ পেট্রোল বা টহল ডিউটি কাকে বলে ? পুলিশ পেট্রোল বা পুলিশ টহল ডিউটি কত প্রকার ও কি কি, বিস্তারিত লিখ।

              প্রশ্ন- ১৭। পুলিশ পেট্রোল বা টহল ডিউটি কাকে বলে ? পুলিশ পেট্রোল বা পুলিশ টহল ডিউটি কত প্রকার ও কি কি, বিস্তারিত লিখ।

*

Post a Comment (0)
Previous Post Next Post