Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২০। কমান্ড সার্টিফিকেট বা সিসি কাকে বলে ? ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয় ? ইহা কে ইস্যু করেন ? ইহা প্রদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আলোচনা করুন।

প্রশ্ন- ২০। কমান্ড সার্টিফিকেট বা সিসি কাকে বলে ? ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয় ? ইহা কে ইস্যু করেন ? ইহা প্রদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আলোচনা করুন।

উত্তরঃ

কমান্ড সার্টিফিকেট বা সিসি:- এসআই হতে তদনিম্ন পুলিশ অফিসারগণের যে কোন ডিউটিতে বা কাজে নিয়োজিত করণের পূর্বে বা ছুটিতে গমনের পূর্বে বা যে কোন মুভমেন্টের পূর্বে উক্ত ডিউটি বা ছুটি বা মুভমেন্টের বিষয়ে বিস্তারিত নির্দেশনা উল্লেখপূর্বক বিপি ফরম নং-১০ ও বাংলাদেশ ফরম নং ৫৩৩৬ মূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষর ও সীলমোহরযুক্ত যে হুকুমনামা বা আদেশনামা প্রদান করা হয় তাকে কমান্ড সার্টিফিকেট বা সিসি বা আদেশপত্র বলে। পিআরবি বিধি ১৬৩, ৯০৯। 
     কমান্ড সার্টিফিকেটে নিম্নবর্নিত বিষয় সমূহ উল্লেখ থাকেঃ 
১। কমান্ড সার্টিফিকেট বা সিসি নং, ইস্যুর তারিখ ও সময় উল্লেখ থাকে। 
২। থানা বা স্টেশন হতে বাহির হওয়ার জিডি নং ও তারিখ উল্লেখ থাকে। 
৩। জেলা বা ইউনিট ও স্টেশনের নাম উল্লেখ থাকে। 
৪। যাকে বা যাদেরকে ডিউটিতে নিয়োজিত করা হচ্ছে বা ছুটিতে প্রেরণ করা হচ্ছে তার বা তাদের নাম, পদবী, আইডি নং, ব্রাশ নম্বর ও অন্যান্য তথ্যাদি উল্লেখ থাকে। 
৫। গন্তব্যস্থল উল্লেখ থাকে। 
৬। কাজের বিবরণ, কাজ সম্পর্কে নির্দেশনা বা ছুটিতে গমন করলে ছুটির ধরণ, ছুটি ভোগের সময়কাল ইত্যাদি উল্লেখ থাকে। 
৭। কমান্ড সার্টিফিকেট বা সিসি বহনকারী পুলিশ অফিসারের নিজ জেলা বা স্টেশন হতে প্রস্থানের সময় উল্লেখ থাকে। 
৮। গন্তব্যে পেক্সছানোর সময় উল্লেখ থাকে। 
৯। ডিউটি বা কাজ শেষে মূল স্টেশনে ফেরত আসার অনুমতিসহ অনুমতি প্রদানকারী অফিসারের স্বাক্ষর উল্লেখ থাকে। 
১০। ইস্যুকারী স্টেশন বা ইউনিটে ফেরার পর ফেরার তারিখ ও সময় উল্লেখ থাকে। 
১১। কোন বিলম্ব হলে বিলম্বের ক্সকফিয়ত সিসি বা হুকুমনামার অপর পৃষ্ঠায় উল্লেখ থাকে। পিআরবি বিধি ১৬৩, ৯০৯। 
 নিম্নবর্ণিত ক্ষেত্রে কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়ঃ 
১। নিয়মিত আইন-শৃঙ্খলা ডিউটি বা ভিআইপি বা ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে মোতায়েনের পূর্বে ইহা ইস্যু করা হয়। 
২। আইনসঙ্গত যে কোন পরোয়ানা তামিলের জন্য ইহা ইস্যু করা হয়। 
৩। যে কোন নিরাপত্তা বা এসকর্ট ডিউটিতে মোতায়েনের পূর্বে ইহা ইস্যু করা হয়। 
৪। সরকারী চিঠিপত্র বা ডকুমেন্টস বিলি তথা ডাক ডিউটির জন্য ইহা ইস্যু করা হয়। 
৫। ছুটিতে গমনের পূর্বে ইহা ইস্যু করা হয়। 
৬। পুলিশের এক জেলা/ইউনিট হতে অন্য জেলা/ইউনিটে বদলী হলে বর্তমান জেলা হতে প্রস্থানের সময় ইহা ইস্যু করা হয়। 
৭। প্রশিক্ষণ গ্রহণের জন্য যে প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণের সময় ইহা ইস্যু করা হয়।
৮। বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে প্রেরণের সময় ইহা ইস্যু করা হয়। 
 ব্যতিক্রম:- একটি ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত এএসআই রাত্রীকালীন রাউন্ডের উদ্দেশ্যে বাইরে গমন করলে কোন কমান্ড সার্টিফিকেটের প্রয়োজন হবে না। পিআরবি বিধি ১৬৩। 
    কমান্ড সার্টিফিকেট বা সিসি যিনি ইস্যু করেন:- 
১। একটি জেলা বা ইউনিটের পুলিশ লাইনে কর্মরত সদস্যদের নিয়মিত ডিউটি, ছুটি, সাক্ষ্য প্রদান, প্রশিক্ষণ ইত্যাদি কাজে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে পুলিশ লাইনের আরআই (রিজার্ভ ইন্সপেক্টর) বা তার পক্ষে আর্মড এসআই (ফোর্স) সিসি ইস্যু করেন থাকেন। 
২। থানায় কর্মরত সদস্যদের ক্ষেত্রে অফিসার ইনচার্জের পক্ষে ডিউটি অফিসার সিসি ইস্যু করেন। 
৩। বহিঃ জেলা/বহিঃ ইউনিটে বদলীর ক্ষেত্রে রিজার্ভ অফিসের দায়িত্বপ্রাপ্ত রিজার্ভ অফিসার-১ সিসি ইস্যু করেন। 
৪। অন্যান্য সেরেস্তা/শাখায় কর্মরত সদস্যদের ক্ষেত্রে স্ব স্ব সেরেস্তা বা শাখার ইনচার্জ সিসি ইস্যু করেন। 
    কমান্ড সার্টিফিকেট প্রদানের বা ইস্যুর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিম্নেআলোচনা করা হলোঃ 
১। ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসারদের জন্য ইহা স্পষ্ট নির্দেশনা হিসেবে কাজ করে। 
২। কোন একটি ডিউটিতে কোন কোন পুলিশ অফিসারদের নিয়োজিত করা হয়েছিল উহার একটি সরকারী রেকর্ড হিসেবে ইহা কাজ করে। 
৩। পুলিশ জনবলের ডিউটি বা দায়িত্ব বন্টনের পরিসংখ্যান হিসেবে কাজ করে। 
৪। ডিউটি বা দায়িত্বে নিয়োজিত অফিসারগণের ডিউটিস্থলে বিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগের জন্য ইহা একটি ভিত্তি। 
৫। কোন একটি নির্দিষ্ট তারিখ ও সময়ে কোন বিশেষ স্থানে পুলিশ অফিসারের হাজির থাকার বা অবস্থানের বিষয়ে ইহা একটি প্রমাণপত্র। 
৬। কমান্ড সার্টিফিকেট কার্বন যোগে দুই কপি প্রস্তুত করা হয়, যার মূল কপি নিয়োজিত অফিসারকে প্রদান করা হয় এবং কার্বন কপি সিসি বহির সাথে অফিসে সংরক্ষিত থাকে। তাই নিয়োজিত অফিসার কাজ শেষে যথাসময়ে নিজ স্টেশনে ফেরত না আসলে, বিলম্ব করলে বা অবহেলা করলে তা নিরূপণের জন্য ইহা ব্যবহৃত হয়।  
৭। যাকে যে উদ্দেশ্যে কোন গন্তব্যে প্রেরণ করা হয় সেই পুলিশ অফিসার বা অফিসারগণ কর্তৃক গন্তব্যে পেক্সছানো, কার্য সম্পাদন ও নিজ ইউনিটে যথাযথভাবে ফেরত আসার বিষয়ে ইহা একটি গুরুত্বপূর্ণ সরকারী রেকর্ড। 
৮। ছুটিতে অতিবাস করলে তার সিসির অফিস কপি দেখে নিরূপণ করা যায়। 
৯। কর্তব্য সম্পাদনকালে সরকারী দলিল হিসেবে ইহা সাক্ষ্য হিসেবে আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৩৫, ৭৪ ধারা। পিআরবি বিধি ১৬৩, ৯০৯।

              প্রশ্ন- ২০। কমান্ড সার্টিফিকেট বা সিসি কাকে বলে ? ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয় ? ইহা কে ইস্যু করেন ? ইহা প্রদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আলোচনা করুন।

প্রশ্ন- ২০। কমান্ড সার্টিফিকেট বা সিসি কাকে বলে ? ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয় ? ইহা কে ইস্যু করেন ? ইহা প্রদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আলোচনা করুন।

              প্রশ্ন- ২০। কমান্ড সার্টিফিকেট বা সিসি কাকে বলে ? ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয় ? ইহা কে ইস্যু করেন ? ইহা প্রদানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post