Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৩। দফাদার ও চৌকিদারের দায়িত্ব কি কি সংক্ষেপে বর্ণনা করুন।

প্রশ্ন- ২৩। দফাদার ও চৌকিদারের দায়িত্ব কি কি সংক্ষেপে বর্ণনা করুন।

উত্তরঃ

পিআরবি বিধি ৩৬৩ মতে নিম্নেদফাদার ও চৌকিদারের দায়িত্ব ও কর্তব্য সমূহ বর্ণনা করা হলোঃ 
১। দফাদার ও চৌকিদারদের সাধারণ কাজের বিষয়ে “গ্রাম চৌকিদার আইন ১৮৭০” এর ৩৯, ৪০ ধারা, চৌকিদারী ম্যানুয়েলের বিধি ৬, “গ্রাম স্বায়ত্তশাসন আইন ১৯১৯” এর ২৩ ও উক্ত আইনের অধীন প্রনীত চৌকিদারী বিধির ৩৬, ৩৮ বিধি এবং ইউনিয়ন পরিষদ ম্যানুয়েলের দ্বিতীয় খন্ডের (খ) অংশে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। 
২। দফাদার ও চৌকিদারগণ তাদের স্ব স্ব ইউনিয়ন ও গ্রাম এলাকায় অগিড়ব, ঝড়, বন্যা, টেলিগ্রাফ খুঁটি বা তারের ক্ষতি, নদী, রাস্তা বা শস্যের মারাত্মক ক্ষতি, মানুষ ও পশুর মহামারী ইত্যাদি সম্পর্কে থানা ওসিকে সংবাদ দিবেন।  
৩। দফাদার বা চৌকিদারের নিকট হতে গ্রামের সীমানা চিহ্ন বা পিলার ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদ পেলে ওসিকে জানাবেন। ওসি উহা জিডিতে নোট দিবেন এবং জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন। জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে নির্দেশ পুলিশ তদন্ত করবে এবং রিপোর্ট দিবে। পিআরবি বিধি ৩৬৩(ঘ), ৩৭৭, পুলিশ আইনের ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা। 
৪। দফাদার ও চৌকিদারগণ গ্রাম পুলিশ হিসেবে কাজ করবে। পিআরবি বিধি ৩৬৬, ৩৬৭, ৩৬৮ 
৫। দফাদার ও চৌকিদারগণ সপ্তাহে একদিন থানায় বাধ্যতামূলকভাবে হাজির হয়ে চৌকিদারী প্যারেডে অংশ নিবেন। ওসি এই প্যারেডে সভাপতিত্ব করবেন এবং বিপি ফরম নং-৬৩ মূলে চৌকিদারী হাজিরা রেজিস্টারে তাদের নাম লিপিবদ্ধ করবেন। 
৬। মুলতবী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রিম সংবাদ প্রদান, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে আগাম সংবাদ দানের জন্য ওসি চৌকিদারগণকে নির্দেশনা দিবেন। 
৭। চৌকিদারী প্যারেড পরিচালনার সময় ওসি গত এক সপ্তাহে থানা এলাকায় বিভিন্ন বিষয় যেমন- জন্ম, মৃত্যু, মহামারী, অগিড়ব, শস্যের অবস্থা, গবাদি পশুর রোগ, টেলিগ্রাফ, জরিপ পিলার, সরকারী গাছ, পুল ইত্যাদির ক্ষতি, বিদেশী অপরাধী, অসৎ চরিত্রের লোকদের আগমন, গবাদি পশুকে বিষ প্রয়োগ করে এমন সন্দেহভাজন, হারানো পশু, সন্দেহজনক নৌকা আগমন, আইনশৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা, সরকারী রাস্তার ক্ষতি বা দখল ইত্যাদি বিষয় সম্পর্কে চৌকিদারগণকে জিজ্ঞাসা করে তথ্য নিবেন। পিআরবি বিধি ৩৭০। 
৮। চৌকিদারীগণ সাপ্তাহিক প্যারেডে হাজির না হলে এবং অর্পিত দায়িত্বে অবহেলা করলে উহা শাস্তিযোগ্য হবে। পিআরবি বিধি ৩৬৯, ৩৭২।

              প্রশ্ন- ২৩। দফাদার ও চৌকিদারের দায়িত্ব কি কি সংক্ষেপে বর্ণনা করুন।
              প্রশ্ন- ২৩। দফাদার ও চৌকিদারের দায়িত্ব কি কি সংক্ষেপে বর্ণনা করুন।

প্রশ্ন- ২৩। দফাদার ও চৌকিদারের দায়িত্ব কি কি সংক্ষেপে বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post