Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২০। জোড়পূর্বক সম্পত্তি আদায় ও দস্যুতার মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ২০। জোড়পূর্বক সম্পত্তি আদায় ও দস্যুতার মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
জোড়পূর্বক সম্পত্তি আদায় ও দস্যুতার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

জোড়পূর্বক সম্পত্তি আদায়: দস্যুতা:
১। যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে জখম বা আঘাতের ভীতি প্রদর্শন করে তার কোন সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পন করতে বাধ্য করে তবে তাকে জোড়পূর্বক সম্পত্তি আদায় বলে। ১। যদি ১-৪ পর্যন্ত ব্যক্তি একত্রে মিলিত হয়ে অপর কোন ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে তার কোন বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পন করতে বাধ্য করে বা ছিনতাই করে তবে তাকে দস্যুতা বলে।
২। জোড়পূর্বক সম্পত্তি আদায়ের সংজ্ঞা দন্ডবিধির ৩৮৩ ধারা। ২। দস্যুতার সংজ্ঞা দন্ডবিধির ৩৯০ ধারা।
৩। জোড়পূর্বক সম্পত্তি আদায়ের শাস্তি দন্ডবিধির ৩৮৪ ধারা। ৩। দস্যুতার শাস্তি দন্ডবিধির ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৭, ৩৯৮ ধারা।
৪। জোড়পূর্বক সম্পত্তি আদায়ের ক্ষেত্রে অপরাধীর কোন সংখ্যা থাকে না। ৪। দস্যুতার ক্ষেত্রে অপরাধীর সংখ্যা এক থেকে চার জন হবে।
৫। জোড়পূর্বক সম্পত্তি আদায় অধর্তব্য অপরাধ। ৫। দস্যুতা একটি ধর্তব্য অপরাধ।

প্রশ্ন- ২০। জোড়পূর্বক সম্পত্তি আদায় ও দস্যুতার মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post