উত্তরঃ
দাঙ্গা ও কলহ এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
| দাঙ্গা: | কলহ: |
|---|---|
| ১। যখন কোন বেআইনী সমাবেশের সদস্য কর্তৃক তাদের সাধারন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন বল প্রয়োগ করা হয় তখন তাকে দাঙ্গা বলে। | ১। দুই বা ততোধিক ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তা কলহ বা মারামারি বলে গণ্য হবে। |
| ২। দাঙ্গার সংজ্ঞা দন্ডবিধির ১৪৬ ধারা। | ২। কলহ বা মারামারির সংজ্ঞা দন্ডবিধির ১৫৯ ধারা। |
| ৩। দাঙ্গার শাস্তি দন্ডবিধির ১৪৭ ধারা। | ৩। কলহ/মারামারির শাস্তি দন্ডবিধির ১৬০ ধারা। |
| ৪। দাঙ্গার সদস্য সংখ্যা পাঁচ বা ততোধিক। | ৪। কলহ বা মারামারির সদস্য সংখ্যা দুই জন। |
| ৫। যে কোন জায়গাই দাঙ্গা অনুষ্ঠিত হতে পারে। | ৫। কলহ বা মারামারি প্রকাশ্য স্থানে হয়। |