Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২২। দাঙ্গা ও কলহ এর মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ২২। দাঙ্গা ও কলহ এর মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
দাঙ্গা ও কলহ এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 


দাঙ্গা: কলহ:
১। যখন কোন বেআইনী সমাবেশের সদস্য কর্তৃক তাদের সাধারন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন বল প্রয়োগ করা হয় তখন তাকে দাঙ্গা বলে। ১। দুই বা ততোধিক ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তা কলহ বা মারামারি বলে গণ্য হবে।
২। দাঙ্গার সংজ্ঞা দন্ডবিধির ১৪৬ ধারা। ২। কলহ বা মারামারির সংজ্ঞা দন্ডবিধির ১৫৯ ধারা।
৩। দাঙ্গার শাস্তি দন্ডবিধির ১৪৭ ধারা। ৩। কলহ/মারামারির শাস্তি দন্ডবিধির ১৬০ ধারা।
৪। দাঙ্গার সদস্য সংখ্যা পাঁচ বা ততোধিক। ৪। কলহ বা মারামারির সদস্য সংখ্যা দুই জন।
৫। যে কোন জায়গাই দাঙ্গা অনুষ্ঠিত হতে পারে। ৫। কলহ বা মারামারি প্রকাশ্য স্থানে হয়।

প্রশ্ন- ২২। দাঙ্গা ও কলহ এর মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post