উত্তরঃ
ধর্ষণ ও ব্যভিচারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
ধর্ষণের সংজ্ঞা: | ব্যভিচারের সংজ্ঞা: |
---|---|
১। কোন ব্যক্তি কোন নারীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতি ব্যতিরেকে বা মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতিক্রমে বা ভুল বুঝাইয়া বা ভুল ধারণা দিয়ে সম্মতিক্রমে বা ১৪ বছরের কমবয়স নারীর সম্মতিক্রমে বা সম্মতি ব্যতীত যেক্সনসঙ্গম করলে তা ধর্ষণ বলে গণ্য হবে। | ১। কোন ব্যক্তি কোন নারীকে অপর কোন ব্যক্তির স্ত্রী বলে জেনেও বা বিশ্বাস করেও উক্ত ব্যক্তির সম্মতি বা সমর্থন ব্যতিরেকে উক্ত নারীর সাথে যেক্সনসঙ্গম করলে তা ব্যভিচার হিসেবে গণ্য হবে। |
২। ধর্ষণের সংজ্ঞা দন্ডবিধির ৩৭৫ ধারা। | ২। ব্যভিচারের সংজ্ঞা দন্ডবিধির ৪৯৭ ধারা। |
৩। সম্মতি ব্যতীত অপরাধটি সংঘটিত হয়। | ৩। উভয় পক্ষের সম্মতিক্রমেই অপরাধটি সংঘটিত হয়। |
৪। স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ হতে পারে। | ৪। স্বামী স্ত্রীর মধ্যে ব্যভিচার হয় না। |
৫। যে কোন মহিলার দ্বারা অপরাধটি সংঘটিত হতে পারে। | ৫। মহিলাটি অবশ্যই বিবাহিত হতে হবে এবং অন্য লোকের স্ত্রী হতে হবে। |
৬। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায়ের মাধ্যমে অপরাধটি সংঘটিত হয়। | ৬। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় ছাড়াই স্বেচ্ছায় অপরাধটি সংঘটিত হয়। |