উত্তরঃ
লঘুদন্ড ও গুরুদন্ডের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
লঘুদন্ড : | গুরুদন্ড : |
---|---|
১। কোন অভিযুক্ত সরকারী কর্মচারীর ছোট ধরণের অসদাচরণ ও কর্তব্যে অবহেলার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ব্যতীত যে বিভাগীয় শাস্তি প্রদান করা হয় তাকে লঘুদন্ড বলে। | ১। কোন অভিযুক্ত সরকারী কর্মচারীর বড় ধরণের অসদাচরণ ও কর্তব্যে অবহেলার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে যে বিভাগীয় শাস্তি প্রদান করা হয় তাকে গুরুদন্ড বলে। |
২। অভিযুক্ত সরকারী কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় না। | ২। অভিযুক্ত সরকারী কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। |
৩। লঘু দন্ডের বিরুদ্ধে আপীল করা যায় না। | ৩। গুরুদন্ডের বিরুদ্ধে আপীল করা যায়। |
৪। লঘুদন্ড সমূহ:- তিরষ্কার, সতর্কীকরণ, অতিরিক্তি ড্রিল বা পিডি, ফেটিগ ডিউটি, আটক বা নজরবন্দী ইত্যাদি। পুলিশ আইনের ৭/২৯ ধারা, পিআরবি বিধি ৮৫৭, ডিএমপি অধ্যাদেশের ১২ ধারা। | ৪। গুরুদন্ড সমূহ:- চাকুরী হতে বরখাস্ত, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোনড়বতি স্থগিতকরণ, অর্থ কর্তন ইত্যাদি। পুলিশ আইনের ৭/২৯ ধারা, পিআরবি বিধি ৮৫৭, ৮৬১, ৮৮০, ডিএমপি অধ্যাদেশের ১২ ধারা। |
৫। অভিযুক্ত সরকারী কর্মচারীকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয় না। | ৫। অভিযুক্ত সরকারী কর্মচারীকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা যায়। পুলিশ আইনের ২৯ ধারা, পিআরবি বিধি ৪৩৪। |
৬। অভিযুক্ত সরকারী কর্মচারীকে ক্সকফিয়ত তলব ব্যতীত শাস্তি প্রদান করা যায় না। |