Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২১। বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য লিখুন ??

প্রশ্ন- ২১। বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য লিখুন।

উত্তরঃ
বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

বেআইনী সমাবেশ: দাঙ্গা:
১। পাঁচ বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনকল্পে কোন অপরাধজনক বল প্রয়োগ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বা সরকারী কর্মচারীকে আইনসঙ্গত কার্য করতে বিরত রাখে বা রাখার চেষ্টা করে বা কোন ব্যক্তিকে ন্যায় সঙ্গত কাজ করা হতে বিরত রাখে বা রাখার চেষ্টা করে বা রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করাকে বেআইনী সমাবেশ বলে। ১। যখন কোন বেআইনী সমাবেশের সদস্য কর্তৃক তাদের সাধারন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন বল প্রয়োগ করা হয় তখন তাকে দাঙ্গা বলে।
২। বেআইনী সমাবেশের সংজ্ঞা দন্ডবিধির ১৪১ ধারা। ২। দাঙ্গার সংজ্ঞা দন্ডবিধির ১৪৬ ধারা।
৩। বেআইনী সমাবেশের শাস্তি দন্ডবিধির ১৪৩ ধারা। ৩। দাঙ্গার শাস্তি দন্ডবিধির ১৪৭ ধারা।
৪। বেআইনী সমাবেশে বল বা হিং¯্রতা প্রয়োগ নাও হতে পারে। ৪। দাঙ্গায় বল বা হিং¯্রতা প্রয়োগ হয়।
৫। আইনগত সমাবেশ যে কোন সময় বেআইনী সমাবেশে পরিণত হতে পারে। ৫। বেআইনী সমাবেশ থেকে দাঙ্গার সৃষ্টি হয়।

প্রশ্ন- ২১। বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য লিখুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post