Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১০। জিজ্ঞাসাবাদের ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন? জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি বিষয় যতড়বশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন ??

উত্তরঃ 
জিজ্ঞাসাবাদের ভূমিকা একটি মামলা তদন্তের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। কারণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলা তদন্তের ব্যাপারে বিভিনড়ব তথ্য উদঘাটিত হয়ে থাকে যার পরবর্তী ফলাফল একটি সুষ্ঠু ও সঠিক বিচার। জিজ্ঞাসাবাদ হচ্ছে কোন সন্দেহভাজন ব্যক্তি, অপরাধী কিংবা সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিনড়ব বিষয় উদঘাটনের জন্য প্রশ্ন- করা বা জিজ্ঞাসা করা। 
১। ফৌজদারী কার্যবিধির ৪(ঠ) ধারা মতে মামলা তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি বা আসামীকে চিহ্নিত করা সম্ভব হয়। 
২। ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মতে মামলা তদন্তের ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ অফিসার ঘটনা ও পরিস্থিতির সাথে পরিচিত কোন ব্যক্তিকে তার সম্মুখে হাজিরপূর্বক জিজ্ঞাসাবাদ করে মামলা তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে পারেন। 
৩। ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারা ও পিআরবি বিধি ২৬৫ মতে আসামী বা সাক্ষীর স্বীকারোক্তি আদায় করা হয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে। জিজ্ঞাসাবাদের সুবাদে ঘটনাটি সত্য না মিথ্যা প্রমাণিত হয় এবং ঘটনার সত্যতা উদঘাটিত হয়। 
৪। ফৌজদারী কার্যবিধির ১৬৪, ৩৬৪ ধারা মোতাবেক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ম্যাজিষ্ট্রেট কর্তৃক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়। 
৫। ফৌজদারী কার্যবিধির ১৭৪ ধারা মোতাবেক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করার সময় কার্যবিধির ১৭৫ ধারার ক্ষমতা অনুযায়ী আগত সাক্ষীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর কারণ সম্বন্ধে অনুমান করা যায়। 
৬। পুলিশ রিমান্ডে আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আসামীদের গ্রেফতার, আলামত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করা যায়। কার্যবিধির ১৬৭ ধারা, পিআরবি বিধি ৩২৪। 
৭। পুলিশ হেফাজতে থাকা আসামীকে জিজ্ঞাসাবাদের সময় তার স্বীকারোক্তি যদি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন তাহলে উহা আদালতে গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের ২৬ ধারা, পিআরবি বিধি ২৮৩। 
৮। সাক্ষ্য আইনের ২৭ ধারা মোতাবেক পুলিশ হেফাজতে থাকা আসামীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে কোন চোরাই মাল, অস্ত্রশস্ত্র কিংবা অন্য কোন আলামত উদ্ধার করা যায় যা আদালতে গ্রহণযোগ্য। 
৯। সাক্ষ্য আইনের ২৮ ধারা মতে প্রলোভন বা ভয় ভীতি প্রদর্শন ব্যতিরেকে জিজ্ঞাসাবাদ করে আসামীর স্বীকারোক্তি আদায় করলে আদালতে তা প্রাসঙ্গিক। 
১০। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা এবং পিআরবি বিধি ২৬৬ মতে আসনড়ব মৃত্যুর সম্মুখীন কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার মৃত্যুর কারণ সম্পর্কে বা যে ঘটনার ফলে তার মৃত্যু ঘটছে সে বিষয়ে কোন বিবৃতি লিপিবদ্ধ করলে তা প্রাসঙ্গিক। 
    জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে যতবশীল হওয়া অধিক জরুরী বলে আমি মনে করিঃ- 
১। সন্দেহভাজন মনে হলে যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। তবে কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।  
২। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে নিজের পরিচয় দিতে হবে। 
৩। কি কারণে বা কি উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা বলতে হবে। 
৪। জিজ্ঞাসাবাদের সময় যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার শারীরিক ও মানসিক সুস্থ্যতার প্রতি নজর দিতে হবে। 
৫। জিজ্ঞাসাবাদে কোন রকম শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। 
৬। জিজ্ঞাসাবাদের সময় ধীরে ধীরে মূল বিষয়ের দিকে অগ্রসর হতে হবে। 
৭। জিজ্ঞাসাবাদের সময় প্রশ্নের উত্তরদাতাকে সংশ্লিষ্ট আইনের ধারাগুলো সম্পর্কে সম্মুখ ধারণা দিতে হবে। 
৮। জিজ্ঞাসাবাদের সময় সহানুভূতিশীল আচরণ করে পরি¯.ার ও সাবলীল ভাষায় কথা বলতে হবে যাতে উত্তরদাতা ঘাবড়ে না যায়। 
৯। জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তা এবং পুনর্বাসনের আশ্বাস প্রদান উৎসাহ দিয়ে উত্তরদাতার কথা গুরুত্বসহকারে শ্রবণ করতে হবে। 
     পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮, ২৬০।


             প্রশ্ন- ১০। জিজ্ঞাসাবাদের ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন? জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি বিষয় যতড়বশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন।
প্রশ্ন- ১০। জিজ্ঞাসাবাদের ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন? জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি বিষয় যতড়বশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন।

প্রশ্ন- ১০। জিজ্ঞাসাবাদের ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন? জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি কি বিষয় যতড়বশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন।

*

Post a Comment (0)
Previous Post Next Post