উত্তরঃ
তদন্তকারী পুলিশ অফিসার কোন মামলা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার সময় বিপি ফরম নং-৪৯(ক) তে কোর্ট অফিসারের নিকট একটি সাক্ষ্য লিপি প্রদান করেন যা ফাইনাল কেস ডায়েরীর সাথে সংযুক্ত থাকে তাকে মেমো অব এভিডেন্স বলা হয়। এই সাক্ষ্য লিপি বা মেমো অব এভিডেন্স এর একটি অনুলিপি পুলিশ সুপারের নিকটও প্রেরণ করতে হয়। পিআরবি বিধি ২৭৪।