উত্তর:- আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ:-
ফৌজদারী কার্যবিধির ৪(১)(চ) অনুসারে যে সকল অপরাধ করলে ফৌজদারীকার্যবিধির ২য় তফসিল অনুসারে বা বর্তমানে বলবৎ যে কোন আইন অনুসারে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে সে সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বলে। পিআরবি বিধি ৩১৬।
আমলযোগ্য অপরাধের মামলা তদন্ত প্রক্রিয়া নিম্নেবর্ণনা করা হলো:--
১। আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার সংবাদ থানায় আসলে ওসি মামলা রেকর্ড করবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৫৪, পিআরবি বিধি ২৪৩।
২। ওসি মামলা তদন্ত করবেন বা অন্য কোন এসআই এর উপর তদন্তভার অর্পণ করবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৫৬।
৩। তদন্তকারী পুলিশ অফিসার এজাহারটি মনোযোগ সহকারে পড়ে তার সংক্ষিপ্ত নোট নিবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৫৪, পিআরবি বিধি ২৪৩।
৪। চুরি, দস্যুতা, ডাকাতি, পুলিশ হেফাজত হতে আসামী পলায়ন, চোরাই বা লুন্ঠিত মালামাল, অপহৃত বা ভিকটিম উদ্ধার, আসামী গ্রেফতার ইত্যাদি সংক্রান্তে ক্সহ.চ বিজ্ঞাপন ইস্যু করতে হবে। পিআরবি বিধি ২৫০।
৫। থানায় রক্ষিত তদন্ত সহায়ক রেজিষ্টার বিশেষ করে ভিসিএনবি পর্যালোচনা করে প্রয়োজনীয় নোট নিতে হবে। পিআরবি বিধি ২৫৬।
৬। মামলা তদন্তের জন্য প্রয়োজনীয় ফোর্স, তদন্তে সহায়ক জিনিসপত্র যেমন- স্টিল ও ভিডিও ক্যামেরা, কিটবক্স ও অন্যান্য জিনিসপত্র সাথে নিয়ে জিডিতে নোট দিয়ে থানা থেকে দ্রুত রওনা করতে হবে। ফৌজদারী কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পিআরবি বিধি ৩৭৭, পুলিশ আইনের ৪৪ ধারা।
৭। ঘটনাস্থল পরিদর্শন করতে হবে। পরিদর্শনকালে ঘটনাস্থল সংরক্ষণের নিমিত্তে ঘিরে রাখতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৫৬, পিআরবি বিধি ২৫৮।
৮। ঘটনাস্থলের দৃশ্যাবলীর ছবি, উৎসুক জনতার ছবি তুলতে হবে। পিআরবি বিধি ৬৩৫, ৬৩৮।
৯। কোন ভিকটিম যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলে ভিকটিমের মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করতে হবে। সাক্ষ্য আইনের ধারা ৩২(১), পিআরবি বিধি ২৬৬।
১০। ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচীপত্র তৈরী করতে হবে। পিআরবি বিধি ২৭৩।
১১। ঘটনাস্থলে কোন মৃতদেহ থাকলে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৪ ধারা, পিআরবি বিধি ২৯৯।
১২। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ সিভিল সার্জন বরাবরে মর্গে প্রেরণ করতে হবে। পিআরবি বিধি ৩০৪, ৩০৫।
১৩। ঘটনাস্থলে অপরাধীদের আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, সকল বস্তুগত সাক্ষ্য এবং ঘটনার সাথে জড়িত বস্তু ও আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০। পরবর্তীতে ক্ষেত্র বিশেষ বিশেষজ্ঞ মতামত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট স্থানে পাঠাতে হবে।
১৪। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষী, ভিকটিম ও নিরপেক্ষ ব্যক্তিদের জবানবন্দী রেকর্ড করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬১, পিআরবি বিধি ২৬৫।
১৫। তদন্তকারী কর্মকর্তা ঘটনা সংশ্লিষ্ট কোন চোরাইমাল, সন্ধিগ্ধ মালামাল বা লুন্ঠিত মালামাল উদ্ধার, আসামী গ্রেফতারের জন্য যে কোন স্থান তল্লাশি করতে পারবেন। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০২, ১০৩, ১৬৫, পিআরবি বিধি ২৮০।
১৬। এজাহার ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ৪৬ ধারা, পিআরবি বিধি ৩১৬। এসময় ফৌজদারী কার্যবিধি’র ধারা ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ১০২, ১০৩ ও পিআরবি বিধি ২৮০ অনুসরণ করতে হবে।
১৭। ঘটনার রহস্য উদঘাটনের জন্য গুপ্তচর নিয়োগ করতে হবে। পিআরবি বিধি ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫।
১৮। আটক আসামীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদনের মাধ্যমে আদালতে পাঠাতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ৬১, ৮১, পিআরবি বিধি ৩২৪।
১৯। রহস্য উদঘাটন, লুন্ঠিত দ্রব্যাদি উদ্ধার, সহযোগী আসামী গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের নিমিত্তে আসামীদেরকে রিমান্ডে আনতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬৭, পিআরবি বিধি ৩২৪।
২০। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী স্বেচ্ছায় স্বীকারোক্তি করতে আগ্রহী হলে নিকটস্থ ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করে স্বাীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ডের ব্যবস্থা করতে হবে। ফেক্সঃ কার্যবিধি’র ধারা ১৬৪, ৩৬৪, পিআরবি বিধি ৪৬৭, সাক্ষ্য আইনের ধারা ২৪-৩০।
২১। মামলার কেস ডায়রী লিখতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭২, পিআরবি বিধি ২৬৩, ২৬৪।
২২। তদন্তের ফলাফল ওসি’কে অবহিত করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৬৮।
২৩। তদন্ত শেষে পুলিশ সুপারের নিকট “মেমো অব এভিডেন্স বা সাক্ষ্যের স্মারকলিপি” দাখিল করতে হবে। পিআরবি বিধি ২৭৪।
২৪। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলে চার্জশিট দাখিল করতে হবে। তৎসংগে কেস ডকেট বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৩, পিআরবি বিধি ২৭২
২৫। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত না হলে আসামীদের মামলার দায় হতে অব্যাহতিদানের জন্য ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১৭৩, পিআরবি বিধি ২৭৫।
২৬। বিপি ফরম নং-৪৩ মোতাবেক মামলা তদন্তের ফলাফল বাদীকে জানাতে হবে। ফৌজদারী কার্যবিধির ১৭৩(১) ধারা, পিআরবি বিধি ২৭৮।