উত্তরঃ
ডিউটি অফিসার হিসেবে থানায় কর্মরত থাকাকালে অবৈধ একটি আগেড়বয়াস্ত্রের মালিক বিদেশ গমনের পূর্বে ব্যক্তিগতভাবে তার অস্ত্রটি থানায় জমা দিতে আসলে পরবর্তী করনীয় পদক্ষেপ সমূহ নিম্নেআলোচনা করা হলোঃ
১। বৈধ আগেড়বয়াস্ত্রের মালিক ব্যক্তিগতভাবে বা সরকারী নির্দেশে তার অস্ত্রটি থানায় জমা দিতে আসলে প্রথমেই অস্ত্র জমা সংক্রান্তে তার নিকট হতে একটি আবেদন নিতে হবে।
২। ডিউটি অফিসার উক্ত আবেদন, অস্ত্রের কাগজপত্র, অস্ত্রের অবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করে বিষয়টি ওসি সাহেবকে অবহিত করবেন।
৩। ওসি সাহেবের নির্দেশনা মোতাবেক ঐ ব্যক্তির নিকট হতে প্রাপ্ত আবেদনপত্র মোতাবেক বিস্তারিত বর্ণনা দিয়ে ও অস্ত্র জমা নিয়ে এ বিষয়ে জিডিতে নোট দিতে হবে। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি ৩৭৭।
৪। অস্ত্র জমা রাখার পর জিডি নং ও তারিখ লিপিবদ্ধ করে জিডির একটি কার্বন কপি আগেড়বয়াস্ত্রের মালিককে দিতে হবে।
৫। ওসি সাহেবের পক্ষে থানার যে অফিসার বেসরকারী আগ্নেয়াস্ত্র রেজিস্টারের দায়িত্বে আছেন তার নিকট বিস্তারিত কাগজপত্রসহ অস্ত্রটি বুঝিয়ে দিতে হবে। হস্তান্তরের এ বিষয়ে জিডিতে নোট দিতে হবে। পিআরবি ২৪০।
৬। বেসরকারী আগ্নেয়াস্ত্র রেজিস্টারের দায়িত্বে থাকা অফিসার সংশ্লিষ্ট রেজিস্টারে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করে অস্ত্রটি থানার মালখানায় নিরাপদ হেফাজতে রাখবেন ও এই বিষয়ে জিডিতে নোট দিবেন। পিআরবি ২৪০
৭। বিদেশ ভ্রমণ শেষে পরবর্তীতে অবৈধ আগেড়বয়াস্ত্রের মালিক অস্ত্র জমা রাখা সংক্রান্তে জিডির কার্বনসহ কপি পুনরায় অস্ত্রটি নিজের কাছে নেয়ার জন্য লিখিত আবেদনসহ আসলে ওসি সাহেবকে অবহিত করে জিডিতে নোট পূর্বক তাকে অস্ত্রটি ফেরত দিতে হবে। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি ৩৭৭।