উত্তর:-
থানার চার্জে থাকা অবস্থায় “থানাধীন মহাসড়ক দিয়ে জাটকা ইলিশের চালান পিকআপ যোগে যাচ্ছে” এমন সংবাদের প্রেক্ষিতে নিম্নবর্নিত পদক্ষেপ গ্রহণ করবঃ
১। জাটকা ইলিশের চালান যাওয়ার সংবাদ পাওয়ার পর বিষয়টি জিডিতে নোট দিব। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
২। মহাসড়কে টহলরত কোন পুলিশ দল থাকলে মোবাইল ফোনে দ্রুত টহল দলের ইনচার্জ কে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নির্দেশনা দিব।
৩। মহাসড়কে কোন টহল পুলিশ না থাকলে থানার চার্জ পরবর্তী সিনিয়র কর্মকর্তার উপর অর্পণ করে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে দ্রুত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য মহাসড়কের উদ্দেশ্যে রওনা হব।
৪। ঘটনাস্থল অর্থাৎ মহাসড়কে পেক্সছে চলাচলরত পিকআপে তল্লাশি চালাব। কার্যবিধি’র ধারা ১৫৬, পিআরবি বিধি ২৫৮।
৫। ঘটনাস্থলে জাটকা ইলিশ বোঝাই কোন পিকআপ পেলে সংশ্লিষ্ট যানবাহনে অবস্থানরত ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেফতার করব। কার্যবিধি’র ৪৬, ১৫১ ধারা, পিআরবি বিধি ৩১৬। এসময় কার্যবিধি’র ধারা ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ১০২, ১০৩ ও পিআরবি বিধি ২৮০ অনুসরণ করতে হবে। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৬ ধারা।
৬। জাটকা ইলিশ মাছ, পিকআপ ও পিকআপ এর কাগজপত্র জব্দ তালিকা মূলে জব্দ করব। কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০।
৭। বিষয়টি মোবাইল ফোনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৮। নিষিদ্ধ জাটকা ইলিশ পরিবহনের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের জন্য উপজেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানাব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০।
৯। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর নিকট আসামী ও আলামত উপস্থাপন করে পুরো বিষয়টি খুলে বলব।
১০। ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীকে কারাদন্ড সাজা প্রদান করলে তাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক পুলিশী পাহারায় জেলা কারাগারে প্রেরণ করব। মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা। কার্যবিধি’র ধারা ৬১, পিআরবি বিধি ৩২৪।
১১। জব্দকৃত জাটকা ইলিশ ও পিকআপ গাড়ীর নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুসরণ করব। পুলিশ আইনের ২৩ ধারা।
১২। থানায় ফিরে এসে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের বিষয়ে পুনরায় জিডিতে নোট দিব। কার্যবিধি ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
১৩। ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করব। কার্যবিধি ১৫০ ধারা, পিআরবি বিধি ১২০