উত্তর:-
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা ও পিআরবি বিধি ২০৭(গ) মতে থানার দায়িত্বে থাকাকালীন কোন সড়ক দুর্ঘটনায় অনেক লোক আহত ও নিহতের সংবাদ পেলে নিম্নবর্ণিত দায়িত্বসমূহ পালন করবঃ-
১। আমি উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ আইনের ৪৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা এবং পিআরবি বিধি ৩৭৭ মতে বিষয়টি জিডিভুক্ত করব।
২। থানার চার্জ অপর একজন এএসআই এর উপর ন্যস্ত করব। যদি কোন এএসআই থানায় না থাকেন তাহলে সিনিয়র কনস্টেবলের উপর থানার ভার ন্যস্ত করে মালখানার চাবি হস্তান্তর পূর্বক জিডিতে নোট করে অতি দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হব। পিআরবি বিধি ২০৭(গ), ২৩৯(ক), ২৫৫(খ), ৩৭৭।
৩। ঘটনাস্থলে পেক্সছে উক্ত স্থানটি ভালভাবে বেষ্টনী করে আহতদের যথাশীঘ্র হাসপাতালে প্রেরণ করব। পিআরবি বিধি ৩১২।
৪। দুর্ঘটনায় কেউ মারা গিয়ে থাকলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা ও পিআরবি বিধি ২৯৯ মতে প্রত্যেক লাশের জন্য আলাদা আলাদা সুরতহাল রিপোর্ট তৈরী করব।
৫। দুর্ঘটনাস্থলের ও মৃতদেহের দৃশ্যাবলীর ছবি তুলব এবং প্রত্যেক লাশের পৃথক পৃথক পূর্নাঙ্গ ছবি নিব, পিআরবি বিধি ৬৩৫, ৬৩৮। ৬। লাশের ময়না তদন্তের জন্য কনস্টেবলের মাধ্যমে মর্গে প্রেরণ করব। পিআরবি বিধি ৩০৪, ৩০৫, ৩০৬।
৭। উক্ত ব্যক্তিদের মালামাল যাতে অপহৃত না হয় সে জন্য তা নিজ হেফাজতে নিব।
৮। ড্রাইভারকে পাওয়া গেলে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মতে গ্রেফতার করব।
৯। মৃতদেহ ময়না তদন্ত শেষে তার আত্মীয় স্বজনের নিকট সৎকারের উদ্দেশ্যে নিষ্পত্তির জন্য বুঝিয়ে দিব। পিআরবি বিধি ৩১০
১০। পরিস্থিতি স্বাভাবিক হলে থানায় ফিরে এসে দন্ডবিধি আইনের ৩০৪(খ), ৩৩৮(ক), ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৭৪, পিআরবি বিধি ২৪৩, ২৯৯ মতে বাদীর কাছ থেকে এজাহার নিব। বাদী না পাওয়া গেলে উল্লেখিত ধারায় নিজ থেকেই একটি এজাহার লিপিবদ্ধ করব।
১১। সর্বশেষ বিস্তারিত ঘটনা জিডিতে নোট দিব এবং ঘটনাটি ওসি সহ উর্ধ্বতন অফিসারগণকে জানাব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০, ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ২৩, ৪৪ ধারা, পিআরবি বিধি ১২০, ৩৭৭।