উত্তরঃ
রাত্রিকালীন টহল ডিউটিরত অবস্থায় কোন পরিত্যক্ত অস্ত্র পাওয়া গেলে নিম্নবর্ণিত কাজ সমূহ পুলিশ অফিসারের করনীয় হবেঃ-
১। পরিত্যক্ত অস্ত্র টি পুলিশ হেফাজতে নিতে হবে। অস্ত্র আইনের ২৫ ধারা, পুলিশ আইনের ২৩, ২৫ ধারা, পিআরবি বিধি ১১৮।
২। যে এলাকায় অস্ত্র পাওয়া যাবে সে এলাকার ২/৩ জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য তলব করতে হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১), ১০৩(২) ধারা, পিআরবি বিধি ২৮০।
৩। জব্দকৃত অস্ত্র কোথায়, কিভাবে পাওয়া গেছে বিস্তারিত লিখে অস্ত্রের গায়ে লেবেল লাগাতে হবে।
৪। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য এলাকায় গুপ্তচর নিয়োগ করতে হবে। পিআরবি বিধি ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫।
৫। জব্দকৃত অস্ত্র নিয়ে থানায় এসে ওসি’কে অবগত করে জিডিতে নোট দিতে হবে এবং সঙ্গে সঙ্গে উহা সম্পত্তি রেজিষ্টারে এন্ট্রি পূর্বক থানার মালখানায় অস্ত্রটি সংরক্ষণ করতে হবে। পিআরবি বিধি ৩৭৯।
৬। জব্দ তালিকার মূল কপি একটি প্রতিবেদনের মাধ্যমে কোর্টে প্রেরণ করতে হবে। পুলিশ আইনের ২৪ ধারা, পিআরবি বিধি ২১৩।
৭। অস্ত্র উদ্ধারের বিষয়ে টেলিফোনে বা বেতারযোগে এএসপি সার্কেল, পুলিশ সুপার কে অবহিত করতে হবে। ফৌজদারীকার্যবিধি আইনের ১৫০ ধারা ও পিআরবি বিধি ১২০।