উত্তর:-
ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ও পিআরবি বিধি ২০১, ২০৭(গ) মতে আমি থানার চার্জে থাকাকালে উল্লেখিত সংবাদের প্রেক্ষিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবঃ
১। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস/দমকল বাহিনীকে যাওয়ার জন্য সংবাদ দিব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআর বিধি ১১৮।
২। “ক” নামক গার্মেন্টস-এ আগুন লাগার বিষয়টি জিডিভুক্ত করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭।
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা ও পিআরবি বিধি ১২০ মতে সংবাদের বিষয়টি উর্ধ্বতন অফিসারকে অবগত করব।
৪। ঘটনার প্রাথমিক তদন্ত করার জন্য প্রয়োজনীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৬, ১৫৭ ধারা ও পিআরবি বিধি ১৪৫।
৫। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল বাহিনীর সাথে আগুন নিভানোর কাজে সহায়তা করব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮, ২৫৮।
৬। আহতদের হাসপাতালে প্রেরণ করব। পিআরবি বিধি ৩১২।
৭। মৃত্যুর সম্মুখীন অবস্থায় আছে এমন ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দী লিপিবদ্ধ করব। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা, পিআরবি বিধি ২৬৬।
৮। সাক্ষীদের উপস্থিতিতে নিহতদের পৃথক পৃথকভাবে সুরতহাল রিপোর্ট তৈরী করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা ও পিআরবি বিধি ২৯৯।
৯। মৃতদেহের হাত ও পায়ের ছাপ নিয়ে পরীক্ষার জন্য সিআইডিতে প্রেরণ করব। পিআরবি বিধি ৩১৩, ৪৯৪।
১০। সকল মৃতদেহের মুখমন্ডলের ও মৃতদেহের পৃথক পৃথক পূর্নাঙ্গ ছবি তুলব। পিআরবি বিধি ৩১৪, ৬৩৮।
১১। নিহতদের অভিভাবক বা ওয়ারিশ খুজার লক্ষ্যে মাইকিং, সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়া ও ইন্টারনেটে বিজ্ঞাপনের ব্যবস্থা করব। পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি বিধি ১১৮।
১২। মৃতদেহ গুলোর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করব। পিআরবি বিধি ৩০৪, ৩০৫।
১৩। গার্মেন্টস এর মালামাল যাতে চুরি/লুটপাট না হয় সেদিকে সতর্ক থাকব।
১৪। গার্মেন্টস এ আগুন লাগাতে পারে এমন কাউকে সন্দেহ হলে তাকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা ও পিআরবি বিধি ৩১৬ মতে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হবে। ১৫। পিআরবি বিধি ৬৩৫ মতে ঘটনাস্থলের ক্রাইমসিন সংরক্ষণ করব।
১৬। ঘটনাস্থলের একটি খসড়া মানচিত্র তৈরী করব। পিআরবি বিধি ২৭৩।
১৭। মর্গ থেকে নিহতদের লাশ ফেরত আসার পর পিআরবি বিধি ৩১০ মতে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
১৮। পরিস্থিতি স্বাভাবিক হলে থানায় ফিরে এসে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৭৪ ও পিআরবি বিধি ২৪৩, ২৯৯ মতে অপমৃত্যুর মামলাসহ সংশ্লিষ্ট অপরাধের ধরণ অনুযায়ী মামলা রুজু করব।