উত্তরঃ নিম্নলিখিত মামলার রায়ের বিরুদ্ধে আপীল করা যায় নাঃ
১। ফৌজদারী কার্যবিধির ৪০৪ ধারা মতে বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যদি আপীলের বিধান না থাকে তাহলে উক্ত আইনের মামলার রায়ের বিরুদ্ধে আপীল করা যায় না।
২। ফৌজদারী কার্যবিধির ৪০৬ ধারা মতে কার্যবিধির ১২৩ ধারানুসারে জামানত খেলাপ করার দরুন যাকে কারাদন্ডের আদেশ বা রায় প্রদান করা হয়েছে উহার বিরুদ্ধে আপীল করা যায় না।
৩। ফৌজদারী কার্যবিধির ৪১২ ধারা মতে আসামী কর্তৃক আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে দন্ডপ্রাপ্ত হলে উহার বিরুদ্ধে আপীল করা যায় না।
৪। ফৌজদারী কার্যবিধির ৪১৩ ধারা মতে কোন দায়রা আদালত “এক মাস কারাদন্ড বা পঞ্চাশ টাকা অর্থদন্ড” রায় প্রদান করলে উহার বিরুদ্ধে আপীল করা যায় না।
৫। ফৌজদারী কার্যবিধির ৪১৪ ধারা সংক্ষিপ্তভাবে বিচারকৃত কোন মামলায় আদালত “দুইশত টাকা অর্থদন্ড বা জরিমানা” করলে উহার বিরুদ্ধে আপীল করা যায় না।
৬। কোন পুলিশ সদস্যের ক্ষেত্রে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে উপযুক্ত ও ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক কোন লঘুদন্ড প্রদান করা হলে উক্ত লঘুদন্ডের বিরুদ্ধে আপীল করা যায় না। পুলিশ আইনের ৭/২৯ ধারা, পিআরবি বিধি ৮৫৭, ৮৫৮