উত্তরঃ
তদন্তকারী কর্মকর্তা কর্তৃক বাদীকে মামলা তদন্তের ফলাফল জানানোর আইনগত প্রয়োজন আছে। ফৌজদারী কার্যবিধির ১৭৩(১) ধারা, পিআরবি বিধি ২৭৮ মূলে বিপি ফরম নং-৪৩ মোতাবেক মামলা তদন্তের ফলাফল দুই কপি আকারে তৈরী করে এক কপি বাদীকে বুঝিয়ে দিয়ে অপর কপি’তে প্রাপ্তি স্বীকার গ্রহণ করতঃ কেস ডায়রীর সাথে সংযুক্ত করতে হবে। বাদীকে মামলা তদন্তের ফলাফল অবগত করার বিষয়টি কেস ডায়রীতে লিপিবদ্ধ করতে হবে এবং উহা পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিলের সময় ডকেটের সাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। ফৌজদারী কার্যবিধির ১৭৩(১) ধারা, পিআরবি বিধি ২৭৮।