Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৫। আপনি এএসআই হিসেবে থানার চার্জে থাকাকালে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন। এ অবস্থায় আপনার করনীয় কি?

উত্তরঃ

আমি ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা ও পিআরবি বিধি ২০৭(গ) মতে থানার চার্জে থাকাকালে প্রশ্নের  উল্লেখিত সংবাদের প্রেক্ষিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবঃ- 
১। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭ ও সাক্ষ্য আইনের ৩৫ ধারা মতে আমলযোগ্য অপরাধের সংবাদটি জিডিতে লিপিবদ্ধ করব। 
২। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা ও পিআরবি বিধি ১২০ মতে বিষয়টি উর্ধ্বতন পুলিশ অফিসারকে অবগত করব। 
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ধারা ও পিআরবি বিধি ২৪৩ মতে সংবাদ দাতার কাছ থেকে একটি এজাহার নিয়ে অপরাধের ধরণ অনুযায়ী মামলা রুজু করব। 
৪। অপরাধটি যদি চুরি বা ডাকাতি হয় তাহলে সংবাদ দাতার কাছ থেকে চুরি বা ডাকাতি হয়ে যাওয়া মালামালের তালিকা সংগ্রহ করব। পিআরবি বিধি ২৪৭। 
৫। পিআরবি বিধি ৩৮০ মতে অপরাধটি সম্পর্কে খতিয়ান বহিতে নোট করব। 
৬। পিআরবি বিধি ২৫০ মতে পার্শ্ববর্তী থানায় ক্সহ.চ বিজ্ঞপ্তি জারী করব। 
৭। পিআরবি বিধি ৩৯০ মতে অপরাধ ম্যাপ তৈরী করব। 
৮। থানার চার্জ একজন এএসআই এর উপর ন্যস্ত করব। যদি কোন এএসআই থানায় না থাকেন তাহলে সিনিয়র কনস্টেবলের উপর থানার ভার ন্যস্ত করে মালখানার চাবি হস্তান্তর পূর্বক জিডিতে নোট করে অতি দ্রুত ঘটনা প্রাথমিক তদন্তের জন্য প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হব। পিআরবি বিধি ২০৭(গ), ২৩৯(ক), ২৫৫(খ), ৩৭৭ এবং ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৬, ১৫৭ ধারা। 
৯। পিআরবি বিধি ২৫৮ মতে তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে মামলার ঘটনা সম্পর্কে ক্রাইমসিন বা বস্তুগত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করব। 
১০। পিআরবি বিধি ২৮০ ও ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা মতে ঘটনার সাথে জড়িত কোন বস্তু বা আলামত পাওয়া গেলে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করতে হবে। 
১১। কোন লোক আহত হলে আহতদের হাসপাতালে প্রেরণ করব। পিআরবি বিধি ৩১২। 
১২। মৃত্যুর সম্মুখীন অবস্থায় আছে এমন ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দী লিপিবদ্ধ করব। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা, পিআরবি বিধি ২৬৬। 
১৩। ঘটনাস্থলে কোন নিহত লোক থাকলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা ও পিআরবি বিধি ২৯৯ মতে সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরী করে পিআরবি বিধি ৩০৪, ৩০৫ মতে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করব। 
১৪। প্রকাশ্য ও গোপনে জিজ্ঞাসাবাদ করে যদি কাউকে সন্দেহ হয় তাহলে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা ও পিআরবি বিধি ৩১৬ মতে বিনা পরোয়ানায় গ্রেফতার করব। 
১৫। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা ও পিআরবি বিধি ২৬৫ মতে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, ভিকটিম বা ক্ষতিগ্রস্থ ও নিরপেক্ষ ব্যক্তিদের জবানবন্দী রেকর্ড করব। 
১৬। পিআরবি বিধি ২৯৭ মতে বস্তুগত সাক্ষ্য সমূহ পরীক্ষার জন্য বিশেষজ্ঞের নিকট প্রেরণ করব। সাক্ষ্য আইনের ৯, ২৭, ৪৫ ধারা। 
১৭। থানায় ফিরে এসে ঘটনার সারমর্ম পুনরায় জিডিতে লিপিবদ্ধ করব। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ৩৭৭। 
১৮। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৮ ধারা মোতাবেক ওসি সাহেবকে এসসিডি’র মাধ্যমে বিস্তারিত ঘটনা জানাব। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

              প্রশ্ন- ১৫। আপনি এএসআই হিসেবে থানার চার্জে থাকাকালে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন। এ অবস্থায় আপনার করনীয় কি?
প্রশ্ন- ১৫। আপনি এএসআই হিসেবে থানার চার্জে থাকাকালে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন। এ অবস্থায় আপনার করনীয় কি?
              প্রশ্ন- ১৫। আপনি এএসআই হিসেবে থানার চার্জে থাকাকালে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন। এ অবস্থায় আপনার করনীয় কি?

প্রশ্ন- ১৫। আপনি এএসআই হিসেবে থানার চার্জে থাকাকালে আমলযোগ্য অপরাধের সংবাদ পেলেন। এ অবস্থায় আপনার করনীয় কি?

*

Post a Comment (0)
Previous Post Next Post