উত্তরঃ
ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৭ ধারা মতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার যদি কোন আমলযোগ্য অপরাধ সংঘটনের সংবাদ সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ পোষণ করেন তাহলে উক্ত পুলিশ অফিসার বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করে এখতিয়ারাধীন ম্যাজিষ্ট্রেটের নিকট এই ব্যাপারে সংবাদ দিবেন এবং ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে তদন্ত, অপরাধীকে খুঁজে বের করা ও গ্রেফতার করার জন্য তিনি নিজে ঘটনাস্থলে রওনা হবেন বা অন্য কোন অফিসারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। পিআরবি বিধি ২৫৮।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে,
১। অপরাধটি তদন্ত করার মত পর্যাপ্ত কোন কারণ নেই,
২। অপরাধটি যদি সামান্য ক্ষতিকারক কার্য হয় (দন্ডবিধি আইনের ৯৫ ধারা),
৩। সংবাদদাতা যদি তদন্ত না করার জন্য আবেদন করেন,
৪। তদন্ত করা যদি জনস্বার্থে না হয়,
৫। অপরাধটি যদি দেওয়ানী প্রকৃতির হয়।
তাহলে উক্ত পুলিশ অফিসার এইরূপ অপরাধ তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। পিআরবি বিধি ২৫৭।