প্রশ্ন- ১৩। ধর্তব্য অপরাধ কাকে বলে? এএসআই কি কোন ধর্তব্য অপরাধের মামলা তদন্ত করতে পারেন?
উত্তর:- ধর্তব্য অপরাধ:-
ফৌজদারী কার্যবিধির ৪(১)(চ) অনুসারে যে সকল অপরাধ করলে ফৌজদারী কার্যবিধির ২য় তফসিল অনুসারে বা বর্তমানে বলবৎ যে কোন আইন অনুসারে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে সে সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বলে। পিআরবি বিধি ৩১৬।
পিআরবি বিধি ২৫৫(ক) মতে এএসআই কোন ধর্তব্য অপরাধের মামলা তদন্ত করতে পারেন না। তবে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা, পিআরবি বিধি ২০১, ২০৭(গ), ২৫৫(খ) মতে থানার ওসি ও এসআইদের অনুপস্থিতিতে একজন এএসআই যখন থানার চার্জে থাকবেন তখন কোন ধর্তব্য অপরাধের সংবাদ আসলে মামলা রেকর্ড পূর্বক তদন্তভার গ্রহণ করে মামলা তদন্ত করতে পারবেন। মামলা তদন্তকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন, খসড়া মানচিত্র ও সূচীপত্র প্রস্তুত, আলামত জব্দ, ভিকটিম ও সাক্ষীদের জবানবন্দী রেকর্ড, অপরাধীদের গ্রেফতার, লুন্ঠিত বা চোরাইমাল উদ্ধারসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ধারা ১৫৬।
এছাড়া ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা ও পিআরবি বিধি ২৯৯ মতে থানায় কোন অপমৃত্যু মামলা রুজু হলে এএসআই উক্ত মামলা তদন্ত করতে পারবেন। এ সময় সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ যাবতীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।