Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৭। কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই কি পুলিশ তদন্ত করতে পারে ?

উত্তরঃ

কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই পুলিশ তদন্ত করতে পারে সে বিষয়ে নিম্নে আলোচনা করা হলোঃ 

কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই পুলিশ বিষয়টি তদন্ত করতে পারে। উদাহরণস্বরূপ- থানা হতে নিয়মিত টহল ডিউটিতে মোতায়েনকৃত কোন পুলিশ দলের ইনচার্জ সংবাদ পেলেন থানা এলাকায় কোন স্থানে একটি লাশ পাওয়া গেছে। টহল পুলিশ দলের ইনচার্জ ঘটনাস্থলে যাবেন। লাশ পুলিশ হেফাজতে গ্রহণ করতে হবে। থানা হতে যে টহল সিসি ও জিডি মূলে ডিউটিতে আসা হয়েছে তা সুরতহালের সূত্র হিসাবে করে লাশের সুরতহাল প্রনয়ন, ক্রাইমসিন সংগ্রহ, তাৎক্ষনিক পরিচয় নির্নয়ের চেষ্টা করতে হবে। পরিচয় পাওয়া গেলে বা না পাওয়া গেলে বা অসনাক্ত হলে লাশের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, লাশের মুখমন্ডলের, পূর্নাঙ্গ লাশের ছবি, ঘটনাস্থলের ছবি, আলামত সংগ্রহ ইত্যাদি কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করবেন। পুরো বিষয়টি ওসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। লাশের পরিচয় পাওয়া গেলে তার আত্মীয় স্বজনকে থানায় ডেকে এনে এজাহার নিবেন। আত্মীয় স্বজন বা বাদী না পাওয়া গেলে পুলিশ দলের ইনচার্জ নিজে বাদী থানার ওসি বরাবর এজাহার দায়ের করবেন। পরবর্তীতে মূল তদন্তকারী অফিসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৯৯, ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা ও পিআরবি বিধি ২৮০, পিআরবি বিধি ৩১৩, ৩১৪, ৬৩৫, ৬৩৮, ৩০৪, ৩০৫, ৩১০। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ও পিআরবি বিধি ২৬৫

              প্রশ্ন- ২৭। কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই কি পুলিশ তদন্ত করতে পারে ?
প্রশ্ন- ২৭। কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই কি পুলিশ তদন্ত করতে পারে ?
              প্রশ্ন- ২৭। কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই কি পুলিশ তদন্ত করতে পারে ?

প্রশ্ন- ২৭। কোন ব্যক্তি খুন হওয়ার পর সে বিষয়ে থানায় মামলা রুজু হওয়ার পূর্বেই কি পুলিশ তদন্ত করতে পারে ?

*

Post a Comment (0)
Previous Post Next Post