উত্তরঃ
কোন মহিলা আসামীকে কোর্টে প্রেরণের সময় নিম্নলিখিত বিষয়সমূহ চালানে উল্লেখ থাকা প্রয়োজনঃ
১। মহিলা আসামীর নাম, পিতা বা স্বামীর নাম, পূর্ণ ঠিকানা, বয়স।
২। আসামী বিবাহিত বা অবিবাহিত কিনা তা উল্লেখ করতে হবে।
৩। বিবাহিত হলে স্বামীর পূর্ণ ঠিকানা ও স্বামীর পেশা উল্লেখ করতে হবে।
৪। মহিলা আসামী অন্তঃসত্ত্বা কিনা উল্লেখ করতে হবে।
৫। মহিলা আসামীর কয়জন ছেলে মেয়ে এবং তারমধ্যে দুগ্ধপোষ্য শিশু কয়জন ?
৬। দুই বছরের কম বয়স সন্তান থাকলে তাকেও মহিলার সাথে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে।
৭। ছোট শিশু সন্তানকে তার মা (মহিলা আসামী) হতে বিচ্ছিনড়ব করা যাবে না। মহিলা আসামীর সাথে প্রেরিত ছোট শিশুর নাম, বয়স স্পষ্ট আকারে চালানে উল্লেখ করতে হবে।
ফৌজদারী কার্যবিধি’র ধারা ৬১, ৮১ পিআরবি বিধি ৩২৪।