উত্তরঃ
দন্ডবিধির গুরুতর আঘাতের অপরাধের জন্য আলামতের বর্ণনা আবশ্যক। অনেক সময় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অভিযোগপত্র দাখিলের সময় আলামত কলামে রক্তমাখা কোন আলামতের বর্ণনা বা আলামত জব্দ না করা সম্পর্কে কোন ব্যাখ্যা না থাকার জন্য মামলাটি দুর্বল হয় ও অপরাধী খালাস পেয়ে যায়। তাই গুরুতর আঘাতের মামলায় তদন্ত শেষে দাখিলকৃত অভিযোগপত্রে আলামত কলামে আলামতের সুস্পষ্ট বর্ণনা, আলামত না থাকলে সে বিষয়ে ব্যাখ্যা, হত্যা মামলার ক্ষেত্রে রক্তমাখা জামা কাপড়, রক্তমাখা ছুরি বা অন্য যে কোন অস্ত্র বা উপকরণ ইত্যাদির বর্ণনা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অন্যথায় দুর্বল তদন্তের কারণে অপরাধী খালাস পেয়ে যাবে। ফৌজদারী কার্যবিধি’র ধারা ১০৩(২), পিআরবি বিধি ২৮০, কার্যবিধি’র ধারা ১৭৩, পিআরবি বিধি ২৭২