Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৫। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভকাল ও স্থিতিকাল লিখ ??


             প্রশ্ন- ৫। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভকাল ও স্থিতিকাল লিখ।
প্রশ্ন- ৫। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভকাল ও স্থিতিকাল লিখ।

প্রশ্ন- ৫। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভকাল ও স্থিতিকাল লিখ।

উত্তরঃ অন্যায়ভাবে দেহের প্রতি বিপদের আশংকা দেখা দেয়ার সাথে সাথেই শরীর রক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হয়। দেহের প্রতি আক্রমণকারীর আক্রমণ যতক্ষণ পর্যন্ত চলবে শরীর রক্ষার ব্যক্তিগত অধিকার ততক্ষণ বলবৎ থাকবে। আক্রমণকারীর আক্রমণ যখনই শেষ হবে আক্রান্ত ব্যক্তির শরীর রক্ষার ব্যক্তিগত অধিকার তখনই শেষ হয়ে যাবে। দন্ডবিধি আইনের ১০২ ধারা।

যখন কোন সম্পত্তির প্রতি অন্যায়ভাবে বা বিপদের সূচনা দেখা দেয়ার সাথে সাথেই সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হয়। অপরাধী যতক্ষণ পর্যন্ত অপরাধজনক অনধিকার প্রবেশ বা অনিষ্টকর কার্য করতে থাকে বা যতক্ষণ পর্যন্ত সম্পত্তি পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি রক্ষার অধিকার বলবৎ থাকবে। সম্পত্তির প্রতি আক্রমণ যখনই শেষ হবে তখনই সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার শেষ হয়ে যাবে।

দন্ডবিধি আইনের ১০৫ ধারা।

*

Post a Comment (0)
Previous Post Next Post