Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২১। পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা বর্ণনা কর।

উত্তরঃ 
পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে সমন ইস্যু করে সাক্ষী তলব করতে পারেনঃ- 
১। থানার ওসি কোন তদন্ত বা অনুসন্ধানকালে যদি কোন দলিলপত্র বা কোন জিনিসপত্র হাজিরের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তিনি ফৌজদারী কার্যবিধি আইনের ৯৪ ধারা মতে সমন ইস্যু করতে পারেন। 
২। মামলা তদন্তকালে তদন্তকারী পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধি আইনের ১৬০ ধারা মতে সাক্ষীকে হাজিরের জন্য সমন ইস্যু করতে পারেন। 
৩। পুলিশ অফিসার কোন স্থান তল্লাশিকালে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১) ধারা মতে দুই বা ততোধিক ব্যক্তিকে হাজিরের জন্য সমন ইস্যু করতে পারেন। 
৪। তদন্তকারী পুলিশ অফিসার কোন অপমৃত্যু মামলা তদন্তকালে লাশের সুরতহাল রিপোর্টের সাক্ষী হওয়ার জন্য দুই বা ততোধিক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৫ ধারা মতে সমন ইস্যু করে তলব করতে পারেন।

              প্রশ্ন- ২১। পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা বর্ণনা কর।
প্রশ্ন- ২১। পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা বর্ণনা কর।

প্রশ্ন- ২১। পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা বর্ণনা কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post