Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১১। স্বীকারোক্তি কখন ও কে কে লিপিবদ্ধ করতে পারেন? স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় কি কি পন্থা অবলম্বন করতে হয়?

উত্তরঃ 
কোন ফৌজদারীমামলার আসামী যদি কোন ক্ষমতাবান ব্যক্তির নিকট প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি ছাড়া স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে তাবে তাকে স্বীকারোক্তি বলে। সাক্ষ্য আইনের ২৪ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা। ভয়ভীতি ও প্রলোভন ছাড়া যদি আসামী স্বীকারোক্তি করে তাহলে তা লিপিবদ্ধ করা যায়। 

 আসামীর স্বীকারোক্তি ম্যাজিষ্ট্রেট লিপিবদ্ধ করতে পারেন। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় ম্যাজিষ্ট্রেট আসামীকে নির্ভয় দান করবেন। এই স্বীকারোক্তির ফলে তার জেল, জরিমান বা ফাঁসি হয়ে যেতে পারে তা ম্যাজিষ্ট্রেট উক্ত আসামীকে অবগত করবেন। এর জন্য তাকে নির্দিষ্ট সময় দিবেন বিবেচনা করার জন্য। তারপর ম্যাজিষ্ট্রেট তার খাস কামরায় উক্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। অধিকন্তু ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, আসামী কোনরূপ ভয়ভীতি, প্রলোভনের প্রভাবে স্বীকারোক্তি করছে তাহলে তিনি স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হতে বিরত থাকবেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা।

প্রশ্ন- ১১। স্বীকারোক্তি কখন ও কে কে লিপিবদ্ধ করতে পারেন? স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় কি কি পন্থা অবলম্বন করতে হয়?

প্রশ্ন- ১১। স্বীকারোক্তি কখন ও কে কে লিপিবদ্ধ করতে পারেন? স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় কি কি পন্থা অবলম্বন করতে হয়?

              প্রশ্ন- ১১। স্বীকারোক্তি কখন ও কে কে লিপিবদ্ধ করতে পারেন? স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় কি কি পন্থা অবলম্বন করতে হয়?

*

Post a Comment (0)
Previous Post Next Post