উত্তরঃ
সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য মোতাবেক পুলিশ যদি কোন চোরাইমাল, অবৈধ মাল বা ঘটনার আলামত উদ্ধার করতে পারে তাহলে উদ্ধারকৃত বা জব্দকৃত আলামত আদালতে প্রমাণ করা যায় বা গ্রহণযোগ্য হবে।
একজন খুন মামলার আসামী পুলিশের নিকট স্বীকার করে যে, একটি ছুরি দিয়ে সে খুন করেছে। পুলিশ ছুরিটি উদ্ধার করতে না পারলে আসামীর এ স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয় বা তার স্বীকাররোক্তি আদালতে প্রমাণ করা সম্ভব নয়। কারণে সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে কোন আসামী পুলিশ অফিসারের নিকট কোন স্বীকারোক্তি করলে ঐ স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোন চোরাইমাল বা অবৈধ মাল বা ঘটনার আলামত উদ্ধার করা হলে যতটুকু মালামাল বা আলামত উদ্ধার করা হবে ততটুকুই আদালতে গ্রহণযোগ্য হবে। অতএব সাক্ষ্য আইনের ২৬ ধারা মতে পুলিশের নিকট প্রদানকৃত এ স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয় এবং অপ্রাসঙ্গিক। পিআরবি বিধি ২৯৭।
