উত্তরঃ
একজন ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৬৪, ৩৬৪ ধারা, সাক্ষ্য আইনের ২৪ ধারা ও পিআরবি বিধি ৪৬৭ মোতাবেক যে কোন ব্যক্তির বিবৃতি, জবানবন্দী, আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করতে পারেন। নালিশী মামলা বা সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধির ২০০ ধারা মোতাবেক বাদী বা সাক্ষীর জবানবন্দী লিপিবদ্ধ করতে পারেন।
