Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন সমূহঃ

১. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, ২০১৮
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, ২০১৮

প্রশ্নঃ-
১। গ্রেফতার বলতে কি বোঝায়? গ্রেফতারের পূর্বে, গ্রেফতারের সময় এবং গ্রেফতারের পরবর্তী পুলিশ অফিসারের করণীয়সমূহ আলোচনা করুন।
২। (ক) চুরি কখন দস্যুতার সামিল? (খ) ‘ক’ একটি গৃহ হতে চাউল চুরি করে নিয়ে যাওয়ার পথে ‘খ’ এর নিকট ধরা পড়লো। ‘ক’ তখন চাউল ফেলে দিয়ে ‘খ’ কে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে গেল। ‘ক’ এর অপরাধ আলোচনা করুন।
৩। কোন ক্ষেত্রে পুলিশের নিকট দেওয়া আসামীর জবানবন্দি সাক্ষ্য আইন অনুযায়ী গ্রহণযোগ্য হবে?
৪। এজাহার, ঘটনাস্থলের মানচিত্র এবং জেনারেল ডায়েরী সাক্ষ্য আইনে কথন প্রাসঙ্গিক হবে?
৫। (ক) যৌন নিপীড়ন অপরাধের জন্য শাস্তির বিধানসমূহ আলোচনা করুন।
    (খ) কখন বা কোন কোন ক্ষেত্রে অ্যালকোহল আমদানি-রপ্তানি বা পানের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান প্রযোজ্য হবে না?

৬। টিকা লিখুনঃ
(ক) আইটি ফরেনসিক
(খ) মডাস অপারেন্ড
(গ) সিডিআর অ্যানালাইসিস
(ঘ) পারিবারিক সহিংসতা
(ঙ) প্ররোচনা ও ষড়যন্ত্র

২. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৭ (পুস্তকসহ)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৭ (পুস্তকসহ)

১। অপমৃত্যু মামলায় তদন্ত পদ্ধতি আলোচনা করুন। ফাঁসি দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে ঘটনাস্থ হতে কি কি আলামত জব্দ করা প্রয়োজন বণর্না করুন।
২। পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী নিবারণমূলক পুলিশি কাযক্রমসমূহ কিকি ? কোন পর্যায়ের অফিসার নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। তা আলোচনা করুন।
৩। আত্মরক্ষার অধিকার কি? এ অধিকার বলে কোনো চোরের মৃত্যু ঘটানো যাবে কি এ অধিকার রক্ষায় কোন ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় তা দন্ডবিধির আলোকে আলোচনা করুন।
৪। তদন্তের উদ্দেশ্যে কি? কে কে তদন্ত করতে পারে? একটি মামলার রুজু থেকে নিষ্পত্তিপূবক স্তরসমূহ বনর্না করুন।
৫। (ক) সাক্ষ্য বলতে কি বুঝায়? আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যায়? একজন বোবা লোক অল্পবয়স্ক বালক বা অতিবৃদ্ধ লোক কি সাক্ষ্য দিতে পারে।
     (খ) পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক

৬। টিকা লিখুনঃ
    (ক) হৈ চৈ বিজ্ঞপ্তি
    (খ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
    (গ) সাইবার ক্রাইম এবং
    (ঘ) মানব পাচার।

৩. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৭(পুস্তক ব্যতীত)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৭(পুস্তক ব্যতীত)

০১। জেনারেল ডায়েরী লিখার প্রয়োজনীয়তা কি ? জেনারেল ডায়েরী লেখার দায়িত্ব কার ? জেনারেল ডায়েরীর আইনগত মূল্য কি? আলোচনা করুন।
০২। ধতর্ব্য ও অধতর্ব্য অপরাধ বলতে কি বুঝায়? ফৌঃ কাঃ বিঃ ১৯৯৮ অনুযায়ী অধতর্ব্য অপরাধ তদন্তের পদ্ধতি আলোচনা করুন?
০৩। সুরতহাল রির্পোট কি ? সুরতহাল রির্পোট প্রস্তুতের নিয়মাবলী আলোচনা করুন?
০৪। কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশ অফিসারের করণীয় কি? আলোচনা করুন।
০৫। মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝায়? মৃত্যুকালীন জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারেন? মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করার নিয়মাবলী

০৬। টিকা লিখুন:
    (ক) টিআই প্যারেড
    (খ) কমিউনিটি পুলিশিং
    (গ) দস্যুতা
    (ঘ) স্বীকৃতি

৪. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৬ (পুস্তকসহ)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৬ (পুস্তকসহ)


১। তদন্ত কার্যক্রমে এএসআই এর ভূমিকা কি? একজন এএসআই মামলার তদন্তকারী কর্মকর্তাকে কিভাবে সহায়তা করতে পারেন আলোচনা করুন।
২। অপমৃত্যুর ক্ষেত্রে সুরতহাল প্রতিবেদনের গুরুত্ব ও আইনগত ভিত্তি আলোচনা করুন। ফাঁস দিয়ে আত্মহত্যাকারী কিশোরীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন।
৩। বেআইনী সমাবেশ বলতে কি বুঝায়? মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশে যোগদানের শাস্তি কী? বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য লিখুন।
৪। কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। পুলিশ কর্তৃক আগ্নোয়াস্ত্র ব্যবহারের পর কী কী ব্যবস্থা করণীয়।
৫। মৃত্যুকালীন জবানবন্দি কী? উহা কে কখন কিভাবে লিপিবদ্ধ করতে পারেন সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন।

৬। টীকা লিখুনঃ ক) সাইবার ক্রাইম, খ) সিডিএমএস।

৫. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৬ (পুস্তক ব্যতীত)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৬ (পুস্তক ব্যতীত)

১। পুলিশ এ্যাক্ট ১৮৬১ অনুযায়ী নিবারণমূলক পুলিশী কার্যক্রম সমূহ কি কি ? কোন কোন পদবীর কর্মকর্তা নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন আলোচনা করুন।
২। দেহ তল্লাশির আইনানুগ পদ্ধতি আলোচনা করুন। একজন পুলিশ অফিসার হিসেবে রাস্তায় কোনো গাড়ী বা ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।
৩। কমান্ড সার্টিফিকেট কী? ইহা কে কার নামে কখন কী উদ্দেশ্যে ইস্যু করে থাকেন।
৪। (ক) এএসআই কী ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন? ব্যাখ্যা করুন। (খ) এএসআই কি কোন মামলা তদন্ত করতে পারেন? উদাহরনসহ ব্যাখ্যা করুন।
৫। আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য কখন তার বিরুদ্ধে প্রমাণ করা যায়? একজন খুন মামলার আসামি পুলিশের নিকট স্বীকার করে যে, একটি ছুরি দিয়ে খুন করেছে। পুলিশ ছুরিটি উদ্ধার করতে পারে না, আসামির এ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন।

৬। টীকা লিখুনঃ ক) এজাহার, খ) জেনারেল ডায়েরী, গ) সদাচরণের মুচলেকা,  ঘ) হৈ চৈ বিজ্ঞাপন।

৬. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৫ (পুস্তকসহ)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৫ (পুস্তকসহ)

১। একজন এএসআই এর দায়িত্ব ও কর্তব্য গুলি কি কি ? কোন কোন ক্ষেত্রে এএসআই মামলা তদন্ত করতে পারেন।
২। টহল ডিউটিরত এএসআই হিসাবে দায়িত্ব পালনকালে রাস্তার পাশে একটি পরিত্যক্ত অস্ত্র পেলেন তা উদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে
আলোচনা করুন।
৩। এএসআই হিসেবে নৈশকালে পুলিশ টহল দল নেতার দায়িত্ব পালন করছেন, ডাকাতির সংবাদ পেলেন এ সময় আপনি কি কি পদক্ষেপ নিবেন।
৪। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে ? এ অধিকার প্রয়োগ করে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় দন্ডবিধির আলোকে আলেচনা করুন।
৫। (ক) সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করুন? একজন বোবা লোক বা বৃদ্ধ লোক বা অল্প বয়স্ক লোক কী সাক্ষ্য দিতে পারেন।
      (খ) আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?

৬। টীকা লিখুনঃ ক) এজাহার, খ) জেনারেল ডায়েরী, গ) ওয়ারেন্ট, ঘ) ইনকোয়ারী শ্লীফ।

৭. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৫ (পুস্তক ব্যতীত)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৫ (পুস্তক ব্যতীত)

১। থানা হাজতে কোনো আসামি আত্মহত্যা করলে ডিউটি অফিসার হিসাবে একজন এএসআই এর দায়িত্ব ও কর্তব্য কি আলোচনা করুন
২। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অর্ন্তভূক্ত হবে আলোচনা করুন।
৩। সুরতাহাল রির্পোট কাকে বলে? সুরতহাল রির্পোট প্রস্তুত করার নিয়মাবলী বা পদ্ধতিগুলি বা কৌশল গুলি কি কি আলোচনা করুন।
৪। একটি সমাবেশকে কখন বেআইনী সমাবেশ ঘোষণা করা হয়? বেআইনী সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কি বল প্রয়োগ করতে পারেন? আলোচনা করুন।
৫। গ্রেফতার কাকে বলে? পুলিশ অফিসার কর্তৃক একজন গ্রেফতারকৃত ব্যক্তির মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গ্রেফতারের আইনগত পদ্ধতিসমূহ উল্লেখ করুন।
৬। স্বীকৃত ও স্বীকারোক্তির মধ্যে পার্থ্ক্য কি ? পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক তা বিশদভাবে আলোচনা করুন।

৮. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৪ (পুস্তকসহ )
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৪ (পুস্তকসহ )

১। গ্রেফতার কাকে বলে ? ফৌজদারী কার্যবিধি আইনের কোন কোন ধারা অনুযায়ী পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধি উল্লেখপূর্বক আলোচনা করুন।
২। তল্লাশি কাকে বলে? দেহ তল্লাশি করার সময় পুলিশের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে আলোচনা করুন।
৩। অপমৃত্যু ঘটনায় কি কি আইনগত ব্যবস্থা করা হয়ে থাকে। পানিতে ডুবে আত্মহত্যার ঘটনা ও সাপে দংশনের মৃত্যুর লক্ষণগুলি কি কি বর্ণনা করুন।
৪। পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য কী? দায়িত্ব অবহেলার ক্ষেত্রে তাদের শাস্তি কী? পুলিশ আইন ১৮৬১ এর সংশ্রিষ্ট ধারা ও বিধি উল্লেখপূর্বক আলোচনা করুন।
৫। স্বীকারোক্তি বলতে কি বুঝায়? যে সকল ক্ষেত্রে স্বীকারোক্তি প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়-তা সাক্ষ্য আইনের ধারাসহ আলোচনা করুন।

৬। টীকা লিখুনঃ ক) ব্যভিচার, খ) অনুসন্ধান, গ) হৈ চৈ বিজ্ঞাপন, ঘ)সদাচরণের মুচলেকা।

৯. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৪ (পুস্তক ব্যতীত)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৪ (পুস্তক ব্যতীত)

১। এজাহার কি ? উহার উপাদানসমূহ বর্ণনা করুন। এজাহারের স্বতন্ত্র সাক্ষ্যগত মূল্য সম্পর্কে আলোচনা করুন।
২। কমান্ড সার্টিফিকেট কী ?  ইহা কে কার নামে কখন কি উদ্দেশ্যে ইস্যু করে থাকেন।
৩। একজন এএসআই কি মামলা তদন্ত করতে পারে? থানায় কর্মরত একজন এএসআই এর দায়িত্ব কর্তব্য কি ? সংশ্লিষ্ট ধারা ও বিধি উল্লেখপূর্বক আলোচনা করুন।
৪। সুরতহাল রির্পোট কি ? গলায় ফাঁসি দিয়ে মৃত ব্যক্তির একটি নমুনা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করুন।
৫। মৃত্যুকালীন জবানবন্দি কী? ইহা রেকর্ডের পদ্ধতি কি ? সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন।
৬। আত্মরক্ষার অধিকার কি ? এ অধিকার বলে কোনো চোরের মৃত্যু ঘটানো যাবে কি ? আত্মরক্ষার বলে কখন মৃত্যু ঘটানোর যৌক্তিকতা রহিত হয়, সংক্ষেপে বর্ণনা করুন।

১০. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৩ (পুস্তক সহ)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৩ (পুস্তক সহ)

১। অনুসন্ধান কি ? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায় পদ্ধতিসহ অনুসন্ধান প্রক্রিয়া বর্ণনা করুন।
২। পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী নিবারণমূলক পুলিশি কার্যক্রম সমূহ কি কি ? কোন পদবীর কর্মকর্তা নিবারণমূলক কার্যক্রম গ্রহন করতে পারেন বিশদ আলোচনা করুন।
৩। এএসআই কি ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন? ব্যাখ্যা করুন। থানায় কর্মরত একজন এএসআই এর দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
৪। (ক) রাত্রিকালীন ডিউটিরত থানার টহল পুলিশ গার্মেন্টস কর্মী রহিমাকে আটক করে এবং তাকে ভাসমান যৌনকর্মী হিসেবে আদালতে চালান দেয়া হলো এ ক্ষেত্রে টহল দলের ইনচার্জ এসআই কালামের দায়-দায়িত্ব নিরুপন করুন।
     (খ) এএসআই কোন মামলা তদন্ত করিতে পারে? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
৫।(ক) সাক্ষ্য বলতে কি বুঝায় ? আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যায়?
     (খ) পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক?

৬। পার্থক্য নির্ণয় করুনঃ (যে কোন চারটি)
     (ক) ধর্তব্য অপরাধ এবং অধর্তব্য অপরাধ।
     (খ) ধর্ষণ ও ব্যভিচার।
     (গ) অতিরিক্ত পুলিশ ও স্পেশাল পুলিশ।
     (ঘ) দস্যুতা ও চুরি।
     (ঙ) দুশ্চরিত্র রোল-এ ও দুশ্চরিত্র রোল-বি।

১১. বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৩ (পুস্তক ব্যতীত)
 প্রশ্ন- ০১। বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? বেওয়ারিশ সম্পত্তি পেলে কি কি ব্যবস্থা নিতে হবে?
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৩ (পুস্তক ব্যতীত)

১। অসদাচরণ বলতে কি বুঝায়? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অন্তর্ভূক্ত হবে- আলোচনা করুন।
২। টহল ডিউটিরত কনস্টেবল কোন কোন বিষয়ে তল্লাশি পরিচালনা করতে পারে। তল্লাশি পরিচালনাকালে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে তা উদ্ধার করার প্রক্রিয়াসহ একটি নমুনা জব্দ তালিকা প্রস্তুত করুন।
৩। সাক্ষী কি ? সাক্ষ্য কত প্রকার ও কি কি ? মৃত, নিখোঁজ ও বিদেশে অবস্থানরত ব্যক্তির সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন।

৪। (ক) একজন এএসআই কি মামলা তদন্ত করতে পারেন।
     (খ) আসামীর অনুপস্থিতিতে বিচারানুষ্ঠানের আইনি প্রক্রিয়া আলোচনা করুন।

৫। (ক) সাধারণ জনগণ কোন কোন ক্ষেত্রে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করতে বাধ্য?
      (খ) মিথ্যা পরিচয় দানকারীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়?

৬। পার্থক্য লিখুনঃ (ক) তদন্ত ও অনুসন্ধান, (খ) স্পেশাল পুলিশ ও অতিরিক্ত পুলিশ।

*

Post a Comment (0)
Previous Post Next Post