Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

সাক্ষ্য আইন, Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police

সাক্ষ্য আইন, Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police

সাক্ষ্য আইন

ধারা

বিবরণ

বিষয়ঃ বিষয় শব্দের অর্থ হবে এবং এর অন্তর্ভূক্ত হবে।

(১)    ইন্দ্রিয় গ্রাহ্য কোন কিছু বা কোন কিছুর অবস্থা বা কোন কিছুর সম্পর্ক।

(২)    মানসিক কোন অবস্থা যা সম্পর্কে কোন কোন ব্যক্তি সচেতন।

প্রাসঙ্গিক বিষয়ঃ একটি বিষয়কে অন্য একটির প্রাসঙ্গিক তখনই বলা হয়, যখন একটি অন্যটির সাথে এই আইনের বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধান সমূহে বর্ণিত বিভিন্ন উপায়ের মধ্যে যেকোন উপায় যুক্ত থাকে।

বিচার্য বিষয়ঃ বিচার্য বিষয় এমন কোন বিষয় যাহতে বা অন্য কোন বিষয়ের সাথে সংশি-ষ্ট হয়ে কোন একটি মামলায় দাবীকৃত বা অস্বীকৃত কোন অধিকার আদায় অথবা অক্ষমতার অস্তিত্ব, অস্তিত্বহীনতা প্রকৃতি বা পরিমান অবশ্যম্ভবীরূপেই প্রতীয়মান হয়।

কোন কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে।

৬*

যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর কোন একটির ফলাফল সকল ঘটনার ফলাফলের জন্যই আইনত গ্রহণযোগ্য (প্রসাংঙ্গিক)।

যে সকল ঘটনা বা কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে পূর্বের কোন কাজ বা ঘটনার সঙ্গে জড়িত কোন কিছু সংঘটিত করার সুযোগ করে দেয় আদালতে এ বিষয় গ্রহণযোগ্য।

অপরাধকারীর আচরণ যদি অপরাধ সংঘটনের কোন বিষয়কে প্রভাবিত করে সে আচরণ অপরাধ সংঘটনের আগে অথবা পরে হউক ঐ আচরণ আদালতে গ্রহণযোগ্য।

(রহিমের বাড়ী ডাকাতি হওয়া ডাকাতকে পুলিশ খুঁজছে এ কথা শুনে আলতাফ দৌড় দিয়ে পালায় এ আলতাফের দৌড় ডাকাতির সাথে সম্পক প্রাসঙ্গিক।

যে সকল ঘটনা পূর্বের কোন ঘটনার ফল বা পূর্বের কোন কাজ বর্তমান অপরাধের সাথে সম্পর্ক ঐগুলি (পূর্বের ঘটনা) আদালতে গ্রহণযোগ্য।

১০

একাধিক লোক ষড়যন্ত্র করে কোন কাজ সংঘটিত হলে কোন একজন ষড়যন্ত্রের ফলে ঘটিত কাজের সব বিষয় জানা না থাকলেও তিনি যড়যন্ত্র লিপ্ত ছিল তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে।

১১*

যে সকল ঘটনা অন্য কোনভাবে প্রাসঙ্গিক নয় সে সকল ঘটনা যখন প্রাসঙ্গিক হয়।

১৫*

যে সকল কাজ প্রকৃতিক দুর্ঘটনার মত কিন্তু ঐ সকল দুর্ঘটনার মধ্যে যদি কারো স্বার্থ থাকে তাহলে ঐ ঘটনা ইচ্ছাকৃত। আকস্মিক নয়।

স্বীকৃতি (১৭-২৩)

১৭*

স্বীকৃতির সংজ্ঞাঃ স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোন সিদ্ধান্তের সূচনা করে এবং পরে বর্নিত ব্যক্তিগনের মধ্যে কেউ বর্ণিত পরিস্থিতিতে তা করে তাকে স্বীকৃতি বলে।

১৮*

প্রতিনিধি হিসেবে বিবৃতিদানের জন্য প্রকাশ্যে বা অপ্রকাশ্যে বিবৃতি দিলে তা স্বীকৃতি

১৯

মামলার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি

২২

স্বীকৃতি যদি স্বীকৃতি হিসেবে না হয়ে অন্যভাবে যুক্তিযুক্ত হয় তবে স্বীকৃতিকারী কর্তৃক তা প্রমাণ করা যাবে।

২৩

দেওয়ানী মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক

স্বীকারোক্তি(২৪-৩১)

২৪*

স্বীকারোক্তিঃ স্বীকারোক্তি হলো কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত আসামী কর্তৃক নিজের দোষ স্বীকার করে প্রদত্ত মৌলিক বিবৃতি। তবে ভীতি প্রর্দশন, প্রতিশ্রতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি আদায় করলে আদালতে তা গ্রহণযোগ্য নয়।

২৫*

পুলিশ অফিসারের নিকট অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি দোষ স্বীকার করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না।

২৬

আসামী পুলিশ হেফাজতে থাকাকালে কোন দোষ স্বীকার করলে তা যদি কোন ম্যাজিষ্ট্রেট উপস্থিত না হয়ে থাকে তাহলে ঐ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না।

২৭

আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে যতটুকু চোরাই মাল বা অস্ত্রশস্ত্র কিংবা আলামত উদ্ধার করা যাবে ততটুকুই আদালতে প্রমান করা যাবে বা গ্রহণযোগ্য হবে।

২৮

প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রতি জনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য

২৯

প্রতারণা করে বা মাতাল অবস্থায় অথবা সে যে স্বীকারোক্তি করেছে তার ফলে তার কোন সমস্যা হতে পারে সে বিষয় তার ধারণা নেই এমন সব বিষয় গ্রহণযোগ্য নয়।

৩০

যৌথ অপরাধকারীদের মধ্যে যদি কেউ নিজের দোষ স্বীকার এবং অন্য কাউকে জড়িত করে সে ক্ষেত্রে আদালত জড়িতদের ব্যপারে বিবেচনা করতে পারবে।

৩১

স্বীকৃতিই সকল বিষয় চুড়ান্ত প্রমাণ নয়।

 

যে সকল লোককে স্বাক্ষীরূপে আহবান করা যায় না,তাদের বিবৃতি (৩২-৩৩)

৩২(১)

মৃত ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য (**)

৩৪*

রক্ষিত হিসেবের খাতায় লিখিত বিবৃতি আদালতে গ্রহণযোগ্য তবে এ বিবৃতিই কারো বিরুদ্ধে চূড়ান্ত সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না।

৩৫

এজাহারঃ

৩৯*

কোন কথোপকথন, দলিল, গ্রন্থ অথবা পত্রের সে অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে বিবৃতিটি সম্যক উপলব্দি করার জন্য আদালত যে অংশ প্রয়োজন মনে করেন।

৪০

দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় যুক্তি সংগত

৪৫*

বিশেষজ্ঞের অভিমত যখন প্রাসঙ্গিক

৪৭*

হস্তান্তরের সাথে পরিচিত কোন লোকের অভিমত আদালতে গ্রহণযোগ্য

৫৩

ফৌজদারী মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিকঃ

 

ফৌজদারী মামলায় অপরাধকারী ব্যক্তির চরিত্র যে ভাল এটা প্রসঙ্গিক।

৫৪

পূর্ববতী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গে ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিকঃ

ফৌজদারী মামলায় আসামীর চরিত্র যে খারাপ তা প্রাসঙ্গিক বিষয়। তবে তার চরিত্র ভাল এই মর্মে সাক্ষ দেয়া হয়ে থাকলে তার চরিত্র খারাপ তা প্রাসঙ্গিক হয়ে পড়ে।

৫৬

যে সকল বিষয় বিচারকের দৃষ্টিযোগ্য সেগুলি প্রমাণ করার দরকার নেই

৫৭

যে সকল বিষয় অবশ্যই বিচারকের বিচারের সময় দৃষ্টি গোচরে হতে হবে

৫৮

মামলার পক্ষগণ মামলার শুনানির সময় স্বীকার করতে সম্মত হলে প্রমাণ করার দরকার নেই

৫৯*

দলিলের বিষয়বস্তু ছাড়া মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য

৬০*

মৌখিক সাক্ষ্য আবশ্যই প্রত্যক্ষ হতে হবে, তবে কোন কোন ক্ষেত্রে শ্রত সাক্ষ্য ও গ্রহণযোগ্য

৬১*

দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্যের দ্বারা প্রমান করা যেতে পারে।

৬২*

প্রাথমিক সাক্ষ্যঃ প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশি-ষ্ট দলিলটিই আদালতের পরিদর্শনের জন্য জলিল।

৬৩*

মাধ্যমিক সাক্ষ্যঃ মূল দলিল হতে জাবেদা নকল, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকরণ, মূল দলিলের সাথে মিলিয়ে নেয়া সকল, অথবা কোন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ ইত্যাদি মাধ্যমিক সাক্ষ্য।

৯২

কোন দলিলের শর্তের পরিবর্তন, সংযোজন বা বর্জনের কোন চুক্তি মৌখিকভাবে হলে তা আদালতে গ্রহণযোগ্য নয়

১০১

কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব রায় কামনাকারীর (বাদীর)

১০২

মামলায় কোন পক্ষ সাক্ষী হাজির করতে না পারলে মামলায় যে ঠকিবে, মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব তার

১১০

যে ব্যক্তির কোন কিছু দখলে থাকে ঐ ব্যক্তি মালিক কি-না এই প্রশ্ন হলে দাবীদারকে প্রমাণ করতে হবে দখলদার মালিক নয়।

১১২

সন্তানের জন্মই বিবাহের চুড়ান্ত প্রমাণ।

১১৮*

আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে সে প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে ঐ সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য, হোক সে অল্প বয়স্ক, অতি বৃদ্ধ অথবা বিকৃত মস্তিস্ক (পাগল)

১১৯*

প্রকাশ্যে আদালতে ইশারা করে অথবা লিখে কোন সাক্ষ্য দিতে পারলে এবং ঐ সাক্ষ্য যদি ঘটনা বোঝাতে সক্ষম হয় তাহলে বোবা সাক্ষী আদালতে গ্রহণযোগ্য

১৩২

কোন প্রশ্নের উত্তরে যদি সাক্ষীকে অপরাধে জড়িত করে এ অজুহতে সাক্ষীকে উত্তর দিতে অব্যাহতি দেয়া যাবে না

১৩৩*

দুস্কর্মে সহযোগী আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা আদালতে গ্রহণযোগ্য(রাজস্বাক্ষী), পিআরপি-৪৮৬

১৩৬

বিচারক সাক্ষ্য গ্রহণের যোগ্যতা নির্ধারণ করবেন

১৩৭*

যে পক্ষ সাক্ষীকে হাজির করেন সে পক্ষ যখন প্রশ্ন করেন তাকে সাক্ষীর জবানবন্দি বলে, বিরুদ্ধ পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করেন তাকে জেরা বলে এবং পুনরায় তাকে প্রশ্ন করলে তাকে পূনঃ জবানবন্দি বলে।

১৪০

চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা ও পুনঃ জবানবন্দি গ্রহণ করা যাবে

১৪১

প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যেই তার ইঙ্গিত দেওয়া হলে তাকে ইঙ্গিত বাহী প্রশ্ন বলে

১৪৫

পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা

১৪৯

যুক্তি সঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না

১৫০

যুক্তি সঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সে ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি

১৫১

কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ যদি আদালত অশালীন বা কুৎসাজনক মনে করেন তবে প্রশ্নটির কিছু গুরুত্ব থাকলেও আদালত তার জিজ্ঞাসা নিষিদ্ধ করতে পারেন

১৫৭

একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে

১৫৯*

স্মৃতি পূণরুজ্জীবিত করাঃ সাক্ষী যখন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারে।

১৬১*

স্মৃতি পূণরুজ্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত কোন লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার।

১৬৫

জজ কর্তৃক প্রশ্ন করার বা কিছু উপাস্থাপিত করার আদেশদানের ক্ষমতা

১৬৬

জুরি ও এসেসরগণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা।

 

 সাক্ষ্য আইন, Index of Laws, আইনের সূচী, Law Guide Of Bangladesh Police
My Ping in TotalPing.com

*

Post a Comment (0)
Previous Post Next Post