রেলওয়ে আইন ধারা বিবরণ ৫৯ (১) রেলগাড়ীতে কেউ বিপজ্জনক বা অপরাধজনক দ্রব্যাদি বা মালামাল বহন করতে পারবে না। ৬৮ (১) একমাত্র বৈধ পাস ও টিকেট ছাড়া কোন ব্যক্তি রেলপথে ভ্রমণ করতে পারবে না। ১০০ যদি কোন রেলকর্মচারী মাতাল বা বেসামাল অবস্থায় তার দায়িত্ব পালন করে ১০০ ধারা মোতাবেক দন্ডিত হবে। ১০১ যদি কোন রেলকর্মচারী রেলওয়ের প্রচলিত বিধি লংঘন করে অবহেলা বা গাফিলতিপূর্ন কাজের মাধ্যমে কোন রেলযাত্রীর নিরাপত্তা বিপন্ন করে তাহলে ১০১ ধারা মোতাবেক দন্ডিত হবে। ১১৯ যদি কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারন ব্যতীরেখে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আরোহন করে এবং ভ্রমণ করে তাহলে ১১৯ ধারা মোতাবেক দন্ডিত হবে। ১২০ যদি কোন ব্যক্তি মাতাল বা বেসামাল অবস্থায় রেলভ্রমণ করে মাতলামী, অসোভন আচরন, গালিগালাছ করে, বাতি নিভিয়ে দেয় ও রেলযাত্রীদের আরাম আয়েশ নষ্ট করে তাহলে ১২০ ধারায় দন্ডিত হবে। ১২১ যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন রেলকর্মচারীর দায়িত্বপালনে বাধাদেয় তাহলে ১২১ ধারায় দন্ডিত হবে। ১২৬ দুরভিসন্ধিমূলকভাবে কোন রেলগাড়ী ধ্বংস করা অথবা ধ্বংস করার চেষ্টার শাস্তি। ১২৭ দুরভিসন্ধিমূলকভাবে রেলযাত্রীকে আহত করার শাস্তি ১২৮ ইচ্ছাকৃতভাবে কোন কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপন্ন করার শাস্তি ১২৯ রেপরোয়া বা অবহেলামূলক কাজের দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপন্ন করার শাস্তি ১৩০ শিশু বা নাবালক কর্তৃক রেলযাত্রীদের জীবন বিপন্ন করা স¤ক্সর্কিত বিশেষ বিধানঃ অত্র আইনের ১২৬, ১২৭, ১২৮ ও ১২৯ ধারায় বর্নিত কোন অপরাধ কোন শিশু বা নাবালক করলে তার পিতা বা অভিভাবক’কে উক্ত শিশুর ভবিষ্যত সদ আচরনের জন্য মুচলেকা দিতে হবে। অনুরূপ মুচলেকা না দিলে ৫০ টাকা জরিমানা। ১৩১ কোন ব্যক্তি অত্র আইনের ১০০, ১০১, ১১৯, ১২০, ১২১, ১২৬, ১২৭, ১২৮, ১২৯ ও ১৩০(১) উপধারায় বর্ণিত কোন অপরাধ করলে অপরাধীকে যে কোন রেলকর্মচারী বা পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। ১৩২ পলায়ন করতে পারে এরূপ ব্যক্তি এবং অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেফতার ১৩৩ এ আইনের অধীনে ম্যাজিষ্ট্রেটের এখতিয়ার