তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০১৩ এর প্রয়োজনীয় ধারাসমূহ ধারা বিবরণ ৫৭ কোন ব্যক্তি সম্পর্কে অসত্য তথ্য/অশ্লীল ছবি/মানহানিকর কিছু তথ্য যোগাযোগের মাধ্যমে প্রকাশ করার সাজা। ৬৩ অফিসের গোপন তথ্য ফাঁস করার সাজা। ৮০ যে যন্ত্রপাতির মাধ্যমে অসত্য তথ্য/অশ্লীল ছবি/মানহানিকর মন্তব্য প্রকাশ করা হবে সেই যন্ত্রপাতি উদ্ধারের জন্য বিনা পরোয়ানায় তল্লাশী। ৮০ যে ব্যক্তি অসত্য তথ্য/অশ্লীল ছবি/মানহানিকর মন্তব্য প্রকাশ করবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।