মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর প্রয়োজনীয় ধারা সমূহ ধারা বিবরণ ৬ বিদেশ থেকে দেশে এবং দেশ থেকে বিদেশে মানব পাচার করার সাজা। ৭ মানব পাচারের সহিত সঙ্গবদ্ধ দলের প্রত্যেক সদস্য একই সাজা ভোগ করবে। ৮ মানব পাচার আইনের কোন অপরাধ করার জন্য সহায়তা করার সাজা। ১০ ৪০ দিনের কম বয়সী শিশু অর্থাৎ নবজাতক শিশু চুরি করার সাজা।না:শি:নি: ৬ ধারা। ১১ পতিতাবৃত্তির জন্য নারীকেপাচার/আমদানি করার সাজা।না:শি:নি: ৫(১-২) ধারা। ১২ পতিতাবৃত্তির জন্য যে ব্যক্তি বাড়ী ভাড়া দিবেন সেই ব্যক্তির সাজা।না:শি:নি: ৫(৩) ধারা। ১৩ পতিতাবৃত্তিরজন্য লোক ভোলানোর সাজা।ডিএমপি ৭৪ ধারা ১৫ মিথ্যামামলা দায়ের করার সাজা।না:শি:নি: ১৭ ধারা। ২০ পাচারকৃত ব্যক্তিকে যেখানে আবদ্ধ রাখা হয়েছে সেখানে বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে।পিআরবি ২৮০ বিধি। ২০ কোন ব্যক্তিকে যে বা যারা পাচার করবে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে।পিআরবি ৩১৬ বিধি।