মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় ধারা সমূহ ধারা বিবরণ ১৯ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখার সাজা। ২০ মাদক দ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি নিজ হেফাজতে রাখার সাজা। ২১ মাদকদ্রব্য উদৎপাদনের জন্য জায়গা ভাড়া দেওয়ার সাজা। ২৫ মাদকদ্রব্য সেবন/উৎপাদন/হেফাজত/ব্যবসা ইত্যাদির জন্য প্ররোচনা দেওয়ার সাজা। ৩৬ মাদকদ্রব্য যেখানে আছে সেই স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি।পিআরবি ২৮০ বিধি। ৩৮ মাদকদ্রব্য যার কাছে পাওয়া যাবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার। পিআরবি ৩১৬ বিধি। ৪০ মাদকদ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা জারি।