Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

রশ্ন- ১০। জব্দ তালিকার সাক্ষ্যগত মূল্য বর্ণনা করুন।

প্রশ্ন- ১০। জব্দ তালিকার সাক্ষ্যগত মূল্য বর্ণনা করুন।

উত্তরঃ

জব্দ তালিকার সাক্ষ্যগত মূল্য নিম্নেবর্ণনা করা হলোঃ
১। সাক্ষ্য আইনের ৭ ধারা মতে জব্দ তালিকা বিচার্য ঘটনার কারণ, পরিনাম বা ফলাফল হিসেবে আদালতে প্রাসঙ্গিক।
২। সাক্ষ্য আইনের ৯ ধারা মতে বিচার্য ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনামূলক বিষয় হিসেবে জব্দ তালিকা আদালতে প্রাসঙ্গিক।
৩। সাক্ষ্য আইনের ৩৫ ধারা মতে পুলিশ অফিসারের কর্তব্য সম্পাদনকালে সরকারী দলিলে লিপিবদ্ধ বিষয় হিসেবে জব্দ তালিকা আদালতে প্রাসঙ্গিক।
৪। সাক্ষ্য আইনের ৭৪ ধারা মতে জব্দ তালিকা সরকারী দলিল হিসেবে আদালতে গ্রহনীয়।
৫। সাক্ষ্য আইনের ৮০ ধারা মতে জব্দ তালিকা একটি বিশুদ্ধ দলিল হিসেবে আদালতে প্রাসঙ্গিক।
৬। পুলিশ বাদী মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের ১৪৫ ধারা মতে জব্দ তালিকা বাদীর সাক্ষ্যের অসঙ্গতি বা ক্সবপরীত্য প্রমাণ করার জন্য এবং পূর্ববর্তী লিখিত বিবৃতি খন্ডনের জন্য বা প্রদর্শনের জন্য ইহা ব্যবহৃত হবে।
৭। পুলিশ বাদী মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের ১৫৭ ধারা মতে জব্দ তালিকা বাদীর সাক্ষ্যের সত্যতা প্রমাণ বা সমর্থন করার জন্য এটা আদালতে ব্যবহৃত হবে।

প্রশ্ন- ১০। জব্দ তালিকার সাক্ষ্যগত মূল্য বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post