উত্তরঃ ফৌজদারী কার্যবিধি আইনের ৫১ ধারা মতে কোন ব্যক্তি পরোয়ানা নিয়ে বা পরোয়ানা ব্যতীত গ্রেফতার করার পর যদি তার জামিনের ব্যবস্থা থাকে তাহলে তার দেহ তল্লাশির প্রয়োজন নাই। এক্ষেত্রে তাকে দেহ তল্লাশি করা ছাড়াই জামিনে মুক্তি দেয়া যাবে। পিআরবি বিধি ৩১৭। যদি উক্ত ব্যক্তির জামিনের ব্যবস্থা না থাকে বা জামানত সংগ্রহ করতে না পারেন তাহলে তার দেহ তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত যা পাওয়া যাবে তার একটি তালিকা তৈরী করে এক কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে দিতে হবে। পিআরবি বিধি ৩২২। উক্ত আটককৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে অপর কোন মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। তবে উক্ত মহিলা আসামীর নিকট হতে চুড়ি, শঙ্খ, আয়না ইত্যাদি জিনিসপত্র হেফাজতে নেয়া যাবে না। পিআরবি বিধি ৩২৮।
ফৌজদারী কার্যবিধি আইনের ৫৩ ধারা মতে আটককৃত ব্যক্তির দেহে কোন মারাত্মক অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তা হেফাজতে নিতে হবে এবং এর একটি জব্দ তালিকা তৈরী করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ৫১, ৫২ ধারা মতে কোন আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করার সময় সাক্ষীর উপস্থিতির বিধান
রাখা হয় নাই। তবে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১) ধারা মতে কোন গৃহে তল্লাশি করার সময় সাক্ষীর উপস্থিতির বিধান রাখা হয়েছে। পিআরবি বিধি ২৮০।