Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ১৩। দেহ তল্লাশি করার সময় পুলিশের করনীয় ও বর্জনীয় দিক সম্পর্কে আলোচনা করুন।

প্রশ্ন- ১৩। দেহ তল্লাশি করার সময় পুলিশের করনীয় ও বর্জনীয় দিক সম্পর্কে আলোচনা করুন।

উত্তরঃ দেহ তল্লাশি করার সময় পুলিশের করনীয় বিষয় সমূহ নিম্নেআলোচনা করা হলোঃ
১। তল্লাশির পূর্বে দুই/তিন জন গণ্যমান্য স্থানীয় নিরপেক্ষ ব্যক্তিকে সাক্ষী করার জন্য হাজির করতে হবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩ ধারা এবং পিআরবি বিধি ৪৬৫।
২। যে পুলিশ অফিসার তল্লাশি করবেন তাকে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় থাকতে হবে।
৩। যে পুলিশ অফিসার তল্লাশি করবেন তিনি বাদে অপর একজন পুলিশ সদস্য সশস্ত্র ও অনগার্ড অবস্থায় থাকবে।
৪। তল্লাশির সময় আসামী যেন আত্মহত্যা বা পুলিশকে আঘাত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। রাতের বেলা হলে আলোকিত স্থান বা আলো আছে এমন স্থানে নিয়ে বা টর্চের আলোয় তল্লাশি করতে হবে।
৬। তল্লাশির সময় সন্দেহজনক ব্যক্তির শরীর ভালভাবে তল্লাশি করতে হবে।
৭। শরীরের শার্ট, গেঞ্জি তথা উপরের দিক হতে আগে তল্লাশি করে পরে প্যান্ট বা প্যান্টের পকেট তল্লাশি করতে হবে।
৮। নির্দিষ্ট জিনিস ও অপরাধজনক মালামাল হস্তগত করতে হবে।
৯। মহিলা হলে মহিলা পুলিশ বা অপর কোন মহিলা দ্বারা তল্লাশি করাতে হবে।
১০। অবৈধ মালামাল বা অপরাধের আলামত পাওয়া গেলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরী করতে হবে।
১১। জব্দ তালিকা মোতাবেক মালামাল পুলিশ হেফাজতে নিতে হবে।
পিআরবি বিধি ২৮০, ২৬০, ৩২২, ৩২৮, ৪৬৫ ফৌজদারী কার্যবিধির ধারা ৫১, ৫২, ১০৩।

দেহ তল্লাশি করার সময় পুলিশের বর্জনীয় বিষয় সমূহ নিম্নেআলোচনা করা হলোঃ

১। বেআইনী ও বিরক্তিজনক তল্লাশি করা যাবে না। পিআরবি বিধি ২৬০
২। হয়রানিমূলক তল্লাশি করা যাবে না। পিআরবি বিধি ২৬০
৩। রাতের বেলা হলে আলোকিত স্থান বা আলো ছাড়া অন্ধকারে তল্লাশি করা যাবে না। পিআরবি বিধি ২৮০
৪। মহিলা আসামী বা ব্যক্তিকে পুরুষ পুলিশ দ্বারা তল্লাশি করা যাবে না। পিআরবি বিধি ২৮০
৫। মহিলা আসামীর নিকট হতে চুড়ি, শঙ্খ, আয়না ইত্যাদি জিনিসপত্র হেফাজতে নেয়া যাবে না। পিআরবি বিধি ৩২৮।
৬। তল্লাশির সময় আসামীর পরিধেয় বস্ত্র বিবস্ত্র করা যাবে না। পিআরবি বিধি ২৮০
৭। দেহ তল্লাশির সময় আসামী বা ব্যক্তিকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন বা আঘাত করা যাবে না। পুলিশ আইনের ২৯(৭) ধারা।
৮। নির্দিষ্ট জিনিস ও অপরাধজনক মালামাল ব্যতীত অন্য কোন মালামাল হস্তগত করা যাবে না। পিআরবি বিধি ২৮০
৯। জব্দ তালিকা ব্যতীত কোন মালামাল গ্রহণ করা যাবে না। পিআরবি বিধি ২৮০
পিআরবি বিধি ২৮০, ২৬০, ৩২২, ৩২৮, ৪৬৫ ফৌজদারী কার্যবিধির ধারা ৫১, ৫২, ১০৩, পুলিশ আইনের ২৯(৭) ধারা।

প্রশ্ন- ১৩। দেহ তল্লাশি করার সময় পুলিশের করনীয় ও বর্জনীয় দিক সম্পর্কে আলোচনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post