উত্তরঃ পুলিশ অফিসার কর্তৃক অবৈধ তল্লাশির জন্য আইনগত শাস্তি বা পরিনাম কি হবে সে সম্পর্কে প্রচলিত আইনে কোথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। তবে বাংলাদেশ সংবিধানের ৪৩ অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজ গৃহে যে কোন ধরনের বেআইনী তল্লাশি থেকে নিরাপদ হেফাজতে থাকবে মর্মে নিশ্চয়তা দেয়া হয়েছে। তাই প্রত্যেক নাগরিক তার গৃহে যে কোন ধরনের আইনী বা অবৈধ তল্লাশির ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী তা মেক্সলিক অধিকার লংঘনের দায়ে অবৈধ ভাবে তল্লাশিকৃত ব্যক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করতে পারবেন।
পুলিশ অফিসার কর্তৃক যে কোন প্রকার বেআইনী তল্লাশি বা অবৈধ তল্লাশির জন্য তার বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশ এর ৫১, ৫২ ধারা মতে শাস্তির বিধান রাখা হয়েছে। পুলিশ আইনের ৭, ২৯ ধারা, পিআরবি বিধি ৪৩৪, ৮৫৭।