উত্তরঃ নিম্নেএকটি মাদক মামলার জব্দ তালিকা প্রস্তুত করে দেখানো হলো-
জব্দ তালিকাঃ বিপি ফরম নং-৪৪
সূত্র:- সাভার থানার জিডি নং-৬১৮ তারিখ- ০৪/০৪/১৬ ইং। (যেহেতু মাদক মামলায় আসামী গ্রেফতার ও আলামত জব্দ
হওয়ার পর মামলা রুজু হয়, সেহেতু জব্দকারী অফিসার যে জিডি মূলে ডিউটিতে ঘটনাস্থলে এসেছেন সেই জিডি নং সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে)।
১। জব্দ করার তারিখ ও সময়ঃ ০৪/০৪/১৬ ইং, বেলা ১২.৩০ ঘটিকা। ২। জব্দ করার স্থান:- সাভার থানাধীন লেবুখালী ব্রীজ এর উপর হতে ধৃত আসামী ১। আনোয়ার হোসেন (২২), পিতা- লিয়াকত হোসেন, গ্রাম- সোনাপুর, থানা- সাভার, জেলা- ঢাকা এর পরিহিত সুতি কালো রংয়ের ফুল প্যান্টের ডান পকেট হতে জব্দ করা মতে।
৩। সাক্ষীদের নাম ও ঠিকানাঃ
ক) মোঃ সোহরাব হোসেন (৫০), পিতা- কালু মিয়া, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা
খ) মোঃ আঃ সবুর (৩৫), পিতা- হানিফ মিয়া, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা
গ) কং/৪৯৭ সাইফুল ইসলাম, সাভার থানা, ঢাকা জেলা।
৪। জব্দকৃত মালামালের বর্ণনাঃ সাদা রংয়ের পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার রং লালচে, গায়ে
ইংরেজীতে “ডণ” লেখা আছে। যার মূল্য অনুমান ১০,০০০ (দশ হাজার) টাকা। ওজন অনুমান ৫ গ্রাম।
৫। সাক্ষীদের স্বাক্ষরঃ
ক) মোঃ সোহরাব হোসেন
খ) মোঃ আঃ সবুর
গ) সাইফুল ইসলাম
জব্দকারী কর্মকর্তার স্বাক্ষর