Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৮। একটি চুরি মামলার জব্দ তালিকা প্রস্তুত কর।

প্রশ্ন- ৮। একটি চুরি মামলার জব্দ তালিকা প্রস্তুত কর।

উত্তরঃ নিম্নেচুরি মামলার একটি জব্দ তালিকা প্রস্তুত করে দেখানো হলো-

জব্দ তালিকাঃ বিপি ফরম নং-৪৪

সূত্র- সাভার থানা, ঢাকা জেলার মামলা নং-১৩, তারিখ- ২২/০২/২০১৪ ইং, ধারা- ৪৫৭/৩৮০ দন্ডবিধি আইন।

১) জব্দ করার তারিখ ও সময়ঃ ২২/০২/২০১৪ ইং, সময়- সকাল ১০.০০ ঘটিকা।
২) তল্লাশীর স্থানঃ আবুল হাসেম (৪০), পিতা- লিয়াকত হোসেন, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা এর দক্ষিণ দুয়ারী চেক্সচালা টিনের ঘর।

৩) উপস্থিত সাক্ষীদের নাম ও ঠিকানাঃ
ক) মোঃ সোহরাব হোসেন (৫০), পিতা- কালু মিয়া, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা
খ) মোঃ আঃ সবুর (৩৫), পিতা- হানিফ মিয়া, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা
গ) মোঃ আঃ মালেক (৩০), পিতা- খলিলুর রহমান, গ্রাম- সোনাপুর, থানা-সাভার, জেলা- ঢাকা
৪) জব্দকৃত মালামালের বিবরণঃ
ক) নগদ টাকা = ৩০,০০০/- টাকা
খ) কাপড়চোপড়-২০ টি যার মূল্য = ১০,০০০/- টাকা
গ) স্বর্ণালংকার- ৫ ভরি, যার মূল্য = ১,৫০,০০০/- টাকা
সর্বমোট = ১,৯০,০০০/- টাকা
৫) সাক্ষীগণের স্বাক্ষর:-
ক) মোঃ সোহরাব হোসেন
খ) মোঃ আঃ সবুর
গ) মোঃ আঃ মালেক
জব্দকারী কর্মকর্তার স্বাক্ষর

প্রশ্ন- ৮। একটি চুরি মামলার জব্দ তালিকা প্রস্তুত কর।

*

Post a Comment (0)
Previous Post Next Post