Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ৭। জব্দ তালিকা প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়গুলি কি কি বর্ণনা করুন।

প্রশ্ন- ৭। জব্দ তালিকা প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়গুলি কি কি বর্ণনা করুন।

উত্তরঃ জব্দ তালিকা প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়গুলি নিম্নেবর্ণনা করা হলোঃ

১। জব্দ তালিকা কার্যবিধির ১০৩(২) ধারা, পিআরবি বিধি ২৮০ মতে বিপি ফরম নং ৪৪ ও বাংলাদেশ ফরম নং ৫২৭৬ মোতাবেক প্রস্তুত করতে হবে।
২। জব্দ তালিকায় সূত্র হিসেবে জিডি নম্বর বা মামলা নম্বর উল্লেখ করতে হবে। ফৌজদারী কার্যবিধির ১৫৪, ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি বিধি ২৪৩, ৩৭৭।
৩। যে তারিখ ও সময়ে আলামত বা বস্তু পাওয়া যাবে ঐ সময়ে তা জব্দ করতে হবে।
৪। যে স্থানে আলামত বা বস্তু পাওয়া যাবে ঐ স্থানের পূর্ণ বিবরণ থাকতে হবে এবং ঐ স্থানে তা জব্দ করতে হবে।
৫। কমপক্ষে ২ জন নিরপক্ষে সাক্ষীকে হাজির করতে হবে এবং জব্দ তালিকায় তাদের পূর্ণ নাম, ঠিকানা লিখতে হবে।
৬। যে সমস্ত মালামাল জব্দ করা হয়েছে তার পূর্ণ বিবরণ, পরিমাণ, আনুমানিক ওজন ইত্যাদি লিখতে হবে।
৭। অস্ত্র, মোটরযান, টাকা, যান্ত্রিক বা ইলেকট্রনিক ডিভাইস, ধাতব বস্তু ও অন্যান্য সনাক্তযোগ্য বস্তু জব্দকালে উহার গায়ে সনাক্তযোগ্য চিহ্ন, লেখা, আইডি নম্বর, পার্ট নং, মডেল নং, ব্রান্ড, ক্সতরীর সন, প্রস্তুতকারক কোম্পানী, দেশের নাম ইত্যাদি যা পাওয়া যাবে তা উল্লেখ করতে হবে।
৮। কারও বাড়ী বা ঘর বা হেফাজত হতে মালামাল জব্দ করা হলে জব্দ তালিকার এক কপি তাকে দিতে হবে। কার্যবিধির ১০৩(৩) ধারা।
৯। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং জব্দকৃত মালামালের গায়ে লেবেলে লাগিয়ে উহাতেও সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে।
১০। জব্দ তালিকায় জব্দকারী পুলিশ অফিসারের স্বাক্ষর, নাম, আইডি নং, পদবী, থানা ও জেলা/ইউনিট, মোবাইল নং, তারিখ উল্লেখ করতে হবে।
১১। জব্দ তালিকা কার্বনযোগে বা ফটোকপি করে কমপক্ষে তিন কপি তৈরী করতে হবে।
১২। জব্দ তালিকা প্রস্তুতকালে ফৌজদারী কার্যবিধির ১০০/১০১/১০২/১০৩/১৬৫/১৬৬ ধারা ও পিআরবি বিধি ২৮০ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রশ্ন- ৭। জব্দ তালিকা প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়গুলি কি কি বর্ণনা করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post