উত্তর:- জব্দ তালিকাঃ মামলার ঘটনার সাথে সংশ্লিষ্ট বস্তু, চোরাইমাল, সন্দিগ্ধ সম্পত্তি, বেওয়ারিশ সম্পত্তি বা পরোয়ানায় উল্লেখ আছে এমন সম্পত্তি উদ্ধার এবং আদালতে উপস্থাপনের জন্য তদন্তকারী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপি ফরম নং-৪৪ এ উদ্ধারকৃত মালামালের বিবরণ লিখে উহাতে সাক্ষীদের স্বাক্ষর নিয়ে, নিজে স্বাক্ষর করে যে ৩ কপি তালিকা প্রস্তুত করেন তাকে জব্দ তালিকা বলে। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা এবং পিআরবি বিধি ২৮০।
জব্দ তালিকার আইনগত ভিত্তি নিম্নরূপঃ
১। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(১) ধারা ও পিআরবি বিধি ২৮০ মতে পুলিশ অফিসার বা ক্ষমতাবান অন্য কোন অফিসার দুই বা ততোধিক সম্মানিত অধিবাসীকে তলব করে তল্লাশিতে হাজির থাকার জন্য এবং সাক্ষী হওয়ার জন্য আহবান জানাবেন।
২। ফৌজদারী কার্যবিধি আইনের ১০৩(২) ধারা ও পিআরবি বিধি ২৮০ মতে সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ অফিসার তল্লাশি চালাবেন। আটক সমস্ত জিনিসপত্রের ৩ কপি তালিকা প্রস্তুত করে তাতে সাক্ষীদের স্বাক্ষর নিবেন। জব্দকারী পুলিশ অফিসার নিজেও তাতে স্বাক্ষর করবেন।
৩। জব্দ তালিকা সাক্ষ্য আইনের ৯ ধারা মতে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আদালতে প্রাসঙ্গিক।
৪। সাক্ষ্য আইনের ৩৫ ধারা মতে পুলিশ অফিসারের কর্তব্য সম্পাদনকালে সরকারী দলিলে লিপিবদ্ধ বিষয় হিসেবে জব্দ তালিকা আদালতে প্রাসঙ্গিক।
৫। সাক্ষ্য আইনের ৭৪ ধারা মতে জব্দ তালিকা সরকারী দলিল হিসেবে আদালতে গ্রহনীয়।
একটি জব্দ তালিকা প্রস্তুত করার সময় নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকা আবশ্যকঃ-
“জব্দ তালিকা”
সূচীতে ফিরে যেতে এখানে ক্লিক করুন
সূত্র:- ..................
১। জব্দ করার তারিখ ও সময় .................
২। জব্দ করার স্থান ...................
৩। সাক্ষীদের নাম ও ঠিকানা ................
৪। জব্দকৃত মালামালের বিবরণ .............
৫। সাক্ষীদের স্বাক্ষর
জব্দ তালিকা প্রস্তুতকারী/জব্দকারী অফিসারে স্বাক্ষর