Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্নঃ ৫। তল্লাশি পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে?

প্রশ্নঃ ৫। তল্লাশি পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে?

উত্তরঃ তল্লাশি পরোয়ানাঃ যখন আদালত মনে করেন যে, সাধারণ তল্লাশি বা পরিদর্শন দ্বারা কোন তদন্ত, বিচার বা অন্য কোন কার্যক্রমের উদ্দেশ্য সাধিত হবে তখন আদালত যে পরোয়ানা প্রদান করেন তাকে তল্লাশি পরোয়ানা বলে। ফৌজদারী কার্যবিধি আইনের ৯৬ ধারা এবং পিআরবি বিধি ২৮০।

পুলিশ অফিসার নিম্নলিখিত ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেনঃ-

১। থানার ওসি বা তদন্তকারী অফিসার লুন্ঠিত বা চোরাইমাল উদ্ধার বা আটক মানুষ উদ্ধারে বা কাউকে গ্রেফতারের জন্য নিজে অক্ষম হলে সেক্ষেত্রে লিখিতভাবে অধঃস্তন অন্য কোনো অফিসারের মাধ্যমে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৫(৩) ধারা ও পিআরবি বিধি ২৮০(গ) মতে তল্লাশি করাতে পারেন। এই লিখিত আদেশটি তল্লাশি পরোয়ানা হিসেবে গণ্য হবে।
২। থানার ওসি বা তদন্তকারী অফিসার লুন্ঠিত বা চোরাইমাল উদ্ধার বা আটক মানুষ উদ্ধারে বা কাউকে গ্রেফতারের জন্য ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৬ ধারা মতে অন্য থানার অফিসারের নিকট লিখিতভাবে আদেশ প্রেরণ করতে পারেন।
৩। পুলিশ সুপার যদি তার অধিক্ষেত্রের মধ্যে জুয়াখেলা হচ্ছে বা জুয়াখেলার সরঞ্জাম আছে এমন সংবাদ পান তাহলে উক্ত জুয়াখেলার সরঞ্জাম আটকের জন্য জুয়া আইনের ৫ ধারা মতে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন।
৪। কোন অপরাধমূলক কাগজপত্র বা জিনিসপত্র কোথাও লুকানো আছে এমন সংবাদ জানতে পারলে তৎক্ষনাৎ পুলিশ সুপার উক্ত স্থান তল্লাশির জন্য সরকারী গোপনীয়তা আইনের ১১(২) ধারা মতে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন।

প্রশ্নঃ ৫। তল্লাশি পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে?

*

Post a Comment (0)
Previous Post Next Post