উত্তর:- নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে:--
১। ফৌজদারী কার্যবিধি আইনের ৪৭ ধারা:- গ্রেফতারযোগ্য ব্যক্তি যদি পলায়ন করে কোন স্থানে লুকায় তবে তাকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসার সেখানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে।
২। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৩ ধারা:- থানার ওসি যদি তার এলাকায় অবৈধ বাটখারা বা মিথ্যা পরিমাপ যন্ত্রের সন্ধান পান তাহলে সেখানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন।
৩। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৫ ধারা:- মামলার তদন্তকারী পুলিশ অফিসার তদন্তের স্বার্থে চোরাইমাল বা সন্ধিগ্ধ মালামাল আটকের জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন।
৪। ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৬ ধারা:- মামলার তদন্তকারী পুলিশ অফিসার তদন্তের স্বার্থে আসামী গ্রেফতার, চোরাইমাল উদ্ধার সংক্রান্তে নিজ থানার বাহিরে যে কোন স্থান বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন।
৫। পুলিশ আইনের ২৩(৮) ধারা:- পুলিশ অফিসার শরাবখানা, জুয়ার আড্ডা বা সন্ধিগ্ধ লোকদের আগমনের স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন।
৬। জুয়া আইনের ৫ ধারা:- পুলিশ অফিসার জুয়ার আড্ডায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন।
৭। মাদকদ্রব্য আইনের ৩৬ ধারা:- কোথাও বেআইনীভাবে মাদকদ্রব্য মজুদ রাখলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় সেখানে তল্লাশি করতে পারেন।
বিনা পরোয়ানায় তল্লাশির সকল কার্যক্রম পিআরবি বিধি ২৮০ অনুযায়ী সম্পাদিত হবে।