উত্তরঃ এজাহার গ্রহণ করার দায়িত্ব থানার অফিসার ইনচার্জের। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪, ১৫৫ ধারা, পিআরবি বিধি ২৪৩, সাক্ষ্য আইনের ৩৫, ৭৪ ধারা।
এছাড়াও নিম্নলিখিত অফিসারগণ এজাহার লিপিবদ্ধ করতে পারেনঃ
১। থানার ওসি’র অনুপস্থিতিতে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(১)(ত) ধারা এবং পিআরবি বিধি ২০১ মতে থানায় উপস্থিত সিনিয়র এসআই এজাহার লিপিবদ্ধ করতে পারবেন।
২। থানায় যদি ওসি এবং কোন এসআই না থাকে সেক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ত) ধারা এবং পিআরবি বিধি ২০৭(গ) মতে থানায় উপস্থিত সিনিয়র এএসআই এজাহার লিপিবদ্ধ করতে পারবেন।
৩। পিআরবি বিধি ২৩৯(ক) মতে যখন কনস্টেবল থানার দায়িত্ব থাকে তখন কোন আমলযোগ্য অপরাধের সংবাদ লিখিতভাবে আসলে উক্ত কনস্টেবল পিআরবি বিধি ২৪৩(ছ) মতে এইরূপ লিখিত এজাহার গ্রহণ করতে পারেন। সাথে সাথে বিষয়টি জিডিতে নোট দিবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং ওসি থানায় হাজির হওয়ার পর পরবর্তী কার্যক্রমের জন্য তার নিকট এজাহারটি পেশ করবেন।
৪। সহকারী পুলিশ সুপার হতে উর্ধ্বতন পদের যে কোন পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধি আইনের ৫৫১ ধারা মতে তার
এখতিয়ারাধীন এলাকায় কোন থানার ওসি হিসেবে দায়িত্বে থাকার সময় এজাহার লিপিবদ্ধ করতে পারবেন।
কার্যবিধির ১৫৪ ধারা, পিআরবি বিধি ২৪৩।