প্রশ্ন- ৬। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে ঘটনাস্থল হতে কি কি আলামত জব্দ করা প্রয়োজন বর্ণনা করুন।
উত্তরঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে ঘটনাস্থল হতে নিম্নবর্ণিত আলামত জব্দ করা প্রয়োজনঃ
১। গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশের বিভিনড়ব এঙ্গেল থেকে ছবি তুলতে হবে। পিআরবি বিধি ৬৩৫, ৬৩৮
২। মুখ দিয়ে লালা পরার ও গলায় রশির দাগের ছবি তুলতে হবে। পিআরবি বিধি ৬৩৫, ৬৩৮
৩। ফাঁস দেয়ার উপকরণ যেমন- রশি, ওড়না, দড়ি, কাপড় বা অন্য যে কোন বস্তু।
৪। ফাঁস দেয়ার সময় পায়ের তলায় যে বস্তুর উপর দাঁড়িয়ে ছিল যেমন- চেয়ার, টেবিল, টুল বা অন্য যে কোন বস্তু
৫। ফাঁস দেয়ার সময় মাথার উপরে যে শক্ত বস্তুর সাথে ঝুলে ছিল যেমন- সিলিং ফ্যান, রড, ঘরের আড়া, গাছের ডাল বা অন্য যে কোন বস্তু।
৬। নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হলে ডিএনএ নমুনা হিসেবে উহা জব্দ করতে হবে।
৭। যেক্সনাঙ্গে বীর্য, মুত্র নির্গত হলে ডিএনও নমুনা উহা জব্দ করতে হবে।
৮। ঘটনাস্থলে প্রাপ্ত আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, জুতার ছাপ, জুতা বা সেন্ডেল, হাতের লেখা, চিঠি বা চিরকুট ইত্যাদি।
৯। ঘটনাস্থলে প্রাপ্ত কোন মাদক বা নেশা জাতীয় দ্রব্য, সিগারেটের শেষ অংশ।
১০। ঘটনাস্থলে পড়ে থাকা অন্য যে কোন বস্তু যার সাথে আত্মহত্যা বা মৃত্যুর সম্পর্ক রয়েছে মর্মে সন্দেহ হলে।
ফৌজদারী কার্যবিধির ১০৩, ১৭৪, ১৭৫ ধারা, পিআরবি বিধি ২৮০, ২৯৯, ৩০০। আত্মহত্যার ক্ষেত্রে কোন সন্দেহ হলে বা হত্যামূলক ফাঁসির সম্ভাবনা থাকলে জব্দকৃত ডিএনএ নমুনার সাথে হত্যাকারীদের যোগসূত্র পাওয়ার সম্ভাবনা থাকে।