গ্রেফতারঃ
কোন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে সরকারী হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আদালতের হেফাজতে নেওয়াকে গ্রেফতার বলে।[কাঃ বিঃ ৪৬ ধারা, পিআরবি ৩১৬ বিধি।]
একজন অপরাধীকে পুলিশ অফিসার বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রেফতার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের যেসকল ধারা অনুযায়ী পুলিশ অফিসার একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন সেই ধারাগুলো নিম্নে আলোচনা করা হলো:
ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক কেউ নিম্নবর্ণিত অপরাধ গুলো করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেনঃ
১। কোন আমলযোগ্য অপরাধীকে।
২। কারো কাছে ঘর ভাঙ্গার যন্ত্রপাতি পাওয়া গেলে
৩। সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে
৪। কারো কাছে চোরাইমাল পাওয়া গেলে
৫। কেউ পুলিশের কাজে বাধা দিলে
৬। সামরিক বাহিনী হতে কেউ পলায়ন করলে
৭। কেউ বিদেশে অপরাধ করে দেশে ফিরে আসলে
৮। কাউকে গ্রেফতারের জন্য অনুরোধ পত্র পাওয়া গেলে
[কাঃ বিঃ ৫৪ ধারা, পিআরবি ৩১৬ বিধি]
থানা এলাকায় কোন ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করলে এমন সন্দেহভাজন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার অধস্তন কোন অফিসারকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেফতার করাতে পারেন।[কাঃ বিঃ ৫৫, ৫৬ ধারা।]
পুলিশ অফিসারের সামনে কেউ আমলের অযোগ্য অপরাধ করলে সেই অপরাধীর নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর সে যদি তার আসল নাম ঠিকানা না জানায় তাহলে নাম ঠিকানা যাচাই করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়।[কাঃ বিঃ ৫৭(১) ধারা]
জনসাধারনের সামনে কেউ আমলযোগ্য অপরাধ করলে বা কাউকে আমলযোগ্য অপরাধী বলে মনে হলে বা সরকার কর্তৃক ঘোষিত কোন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। [কাঃ বিঃ ৫৯(১) ধারা]
পুলিশ অফিসারের সামনে কেউ আমলযোগ্য অপরাধ করলে পুলিশ অফিসার সেই অপরাধ নিবারনের জন্য ১৪৯ ধারা মোতাবেক ব্যবস্থা নিয়েও যদি তাহা নিবারন করা না যায় সেক্ষেত্রে পুলিশ অফিসার উক্ত অপরাধ নিবারনের জন্য বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।[কাঃবিঃ ১৫১ ধারা]
কোন মামলার বাদি বা সাক্ষির জবানবন্দি নেওয়ার জন্য আদালত কর্তৃক বরাবর সমন দেওয়ার পরও যদি উক্ত সাক্ষিকে আদালতে সাক্ষ্য দিতে না যায় সেক্ষত্রে পুলিশ অফিসার উক্ত সাক্ষিকে বিনা পরোয়নায় গ্রেফতার করতে পারেন।[কাঃবিঃ১৭১ ধারা]
ফৌ:কা: আইনের ১২৭, ১২৮ ধারা অনুসারে অবৈধ সমাবেশ বা বেআইনী সমাবেশে অংশগ্রহনকারীদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন
বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত নিয়মাবলী পিআরবি ৩১৬ বিধি অনুসরণ করতে হবে