Law Guide Of Bangladesh Police

১,০০০ হাজারের বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো

প্রশ্ন- ২৮। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি দেয়ার জন্য একটি নমুনা প্রতিবেদন তৈরী করুন ??

প্রশ্ন- ২৮। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি দেয়ার জন্য একটি নমুনা প্রতিবেদন তৈরী করুন।

উত্তরঃ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি দেয়ার জন্য একটি নমুনা প্রতিবেদন নিম্নেপ্রদত্ত হলোঃ  

বরাবর, 
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 
মেট্রোপলিটন আদালত 
ঢাকা। 

বিষয়ঃ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রতিবেদন। 

সূত্র:- ডিএমপি, উত্তরা থানার জিডি নং- ৫২০ তাং ২০/০৩/১৬ ইং, ধারা- কাঃবিঃ ৫৪(১)। 

জনাব, 
 যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, সূত্রে বর্ণিত জিডি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ১। আবুল হাসেম (২৫), পিতা- আবুল বাশার, গ্রাম- সখিপুর, থানা-টাঙ্গাইল, জেলা-টাঙ্গাইল, বর্তমান ঠিকানা- বাড়ী নং-১০, রোড নং-১১, সেক্টর-৫, উত্তরা, ঢাকাকে গত ২০/০৩/১৬ ইং তারিখ রাত্র ০২.০০ ঘটিকার সময় অত্র থানাধীন খালপাড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ধৃত করে জিজ্ঞাসাবাদ করলে কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় ফেক্সঃ কাঃ বিঃ ৫৪(১) ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে তদন্ত করে কোন অপরাধ 
প্রমানের কিংবা কোন ধর্তব্য অপরাধের সহিত জড়িত থাকার কোন সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই বিধায় তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। এমতাবস্থায়, উক্ত আসামীকে সূত্রে বর্ণিত জিডি’র অভিযোগ হতে অব্যাহিত প্রদান করা প্রয়োজন। 

 অতএব, বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত আসামীকে সূত্রে বর্ণিত অভিযোগের দায় হতে অব্যাহতি দানে সদয় মর্জি হয়।  

বিনীত

 প্রশ্ন- ২৮। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি দেয়ার জন্য একটি নমুনা প্রতিবেদন তৈরী করুন।

প্রশ্ন- ২৮। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে অভিযোগের দায় হতে অব্যাহতি দেয়ার জন্য একটি নমুনা প্রতিবেদন তৈরী করুন।

*

Post a Comment (0)
Previous Post Next Post